Advertisement
Advertisement

Breaking News

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭% নম্বর পেয়ে নজির প্রাক্তন মিস ইন্ডিয়া প্রতিযোগীর

কে বলে বিউটি আর ব্রেন একসঙ্গে মেলে না?

Skipped Class XII exams for Miss India contest, she scored 97.25% this year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2017 2:52 pm
  • Updated:May 31, 2017 2:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিউটি আর ব্রেন নাকি একসঙ্গে হয় না৷ গ্ল্যামারের গোলকধাঁধায় যে একবার ফেঁসে যায় তার পক্ষে আর সেখান থেকে বের হওয়া সম্ভব নয়৷ ফ্ল্যাশবাল্বের ঝলকানিতে হারিয়ে যায় কতই না প্রতিভা৷ এই সমস্ত ধ্যানধারণাকেই ভুল প্রমাণিত করলেন পাংখুরি গিদওয়ানি৷ উত্তরপ্রদেশের ১৯ বছরের এই সুন্দরী কন্যে এবার আইএসসি বোর্ডের দ্বাদশশ্রেণির পরীক্ষায় পেয়েছেন ৯৭.২৫ শতাংশ নম্বর৷

13100877_673423576132334_5812050329225546840_n

Advertisement

নম্বর ভাল বটে তবে আইএসসি পরীক্ষায় এমন রেজাল্ট তো অনেকেই করে থাকেন৷ তাহলে পাংখুরির প্রসঙ্গ আলাদা করে উঠে আসার কারণ কী? কারণ, লখনউয়ের এই ১৯ বছরের বাসিন্দার আরও একটি পরিচয় রয়েছে৷ ২০১৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার রানার আপ ছিলেন তিনি৷ লড়েছিলেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতেও৷ এর জন্য প্রায় এক বছর ছিলেন পড়াশোনার বাইরে৷ গ্ল্যামারের আকর্ষণকে পিছনে ফেলে পড়াশোনার জগতে ফিরে এসেছেন পাংখুরি৷ আর সসম্মানে উত্তীর্ণ হয়েছেন জীবনের পরীক্ষায়৷

Advertisement

[ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

নিজের এই সাফল্যকে ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন ১৯ বছরের তরুণী৷ লিখেছেন, কীভাবে মাত্র ১৮ বছর বয়সেই গ্ল্যামারের টানে পড়াশোনা ছেড়েছিলেন তিনি৷ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৮০টি দেশের মধ্যে ২৫তম স্থান অধিকার করেছিলেন৷ সে সব ফেলে ফিরে আসাটা খুব সহজ ছিল না৷ কিন্তু নিজের উপর বিশ্বাস হারাননি পাংখুরি৷ ফিরে এসেই ভর্তি হয়েগিয়েছিলেন লা মার্টিনিয়ার গার্লস কলেজে৷ প্রথম প্রথম খুব অসুবিধা হত তাঁর৷ পড়াশোনায় কিছুতেই মন বসতে চাইত না৷ কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়৷ ঘণ্টার পর ঘণ্টা ধরে পড়াশোনা করতেন পাংখুরি৷ ফল মিলেছে পরিশ্রমের৷ তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে তিনি জানিয়েছেন, কোনও কিছুই অসম্ভব নয় পৃথিবীতে৷ ইচ্ছাশক্তি আর অধ্যাবসায়ের মাধ্যমে সবকিছু করা সম্ভব৷ পড়াশোনা, স্বপ্ন কিংবা ভালবাসা হোক সততার মাধ্যমে সবই পাওয়া সম্ভব মনে করেন ১৯ বছরের তরুণী৷ আর নিজের এই মনের কথাই তিনি সকলের সঙ্গে শেয়ার করেছেন৷

 

[ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ