BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

জুতো সেলাইয়ের মজুরি ১০ টাকা, মন্ত্রী দিলেন ১০০ টাকা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 27, 2016 7:08 pm|    Updated: November 27, 2016 9:10 pm

Smriti Irani Gives Cobbler Rs. 100 For stitching Slippers

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রী মহাশয়া যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে৷ কিন্তু বিমান থেকে নামতেই বিপত্তি৷ জুতো গেল ছিঁড়ে৷ অগত্যা কী উপায়?  মুচির দ্বারস্থ হতেই হল৷ জুতো সেলাই করতে লাগবে মাত্র ১০ টাকা৷ তবে জুতো সারানোর পর মুচি হাতে পেলেন আরও দশগুণ বেশি৷ মিলল কড়কড়ে ১০০ টাকার নোট৷ বাকি টাকা আর ফেরত নেননি মন্ত্রী ম্যাম৷ আর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে৷

প্রসঙ্গত, শনিবার কোয়েম্বাটোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন স্মৃতি ইরানি৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ভানাথি শ্রীনিবাসন৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগের কোয়েম্বাটোরের পেরুর কাছে ওই মুচিকে খুঁজে পান বস্ত্রমন্ত্রী৷ আর ৫ জন আম পাবলিকের মতই জুতো সেলাই না হওয়া পর্যন্ত মুচির দোকানের সামনে একটি টুলে বসে অপেক্ষা করেন স্মৃতি৷ তাঁকে সঙ্গ দেন ভানাথি শ্রীনিবাসন৷ সারানো শেষ হতে মুচির হাতে ১০০ টাকা দেন স্মৃতি ইরানি৷ তবে বাকি টাকা আর ফেরত নেননি৷ স্মৃতি ইরানি এই ব্যবহারে প্রশংসার বন্যা বয়েছে স্যোশাল সাইটে৷ অনেকেই ঘটনা প্রসঙ্গে বস্ত্রমন্ত্রীর প্রশংসা করে টুইট করেন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে