Advertisement
Advertisement

কালামের বায়োপিক হোক বলিউডে, মিসাইল ম্যানের মৃত্যুবার্ষিকীতে আরজি গম্ভীরের

প্রাক্তন রাষ্ট্রপতির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ সংগঠন তৈরি সিঙ্গাপুরে৷

Singapore to promote Abdul Kalam's vision, Gambhir wants Kalam's biopic
Published by: Sulaya Singha
  • Posted:July 27, 2018 5:58 pm
  • Updated:July 19, 2019 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতের ‘মিসাইল ম্যান’৷ ভারতকে মিসাইল প্রযুক্তিতে শক্তিমান করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন৷ যে সাহস ও স্বনির্ভরতার আত্মবিশ্বাস তিনি জাগিয়ে দিয়ে গিয়েছেন ভারতের মনে, আজও দেশ তা স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে৷ তাঁকে শ্রদ্ধা জানিয়েছে নাসাও৷ স্পেশ স্টেশনে আবিষ্কৃত এক বিশেষ প্রজাতির ব্যকটেরিয়ার নাম রাখা হয়েছিল ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে৷ কিন্তু তাঁকে নিয়ে এখনও পর্যন্ত ভাবেনি বলিউড৷ হিন্দি ছবির জগতে বায়োপিকের রমরমা৷ ক্রীড়াদুনিয়ার তারকা থেকে শুরু করে বলিউডের খলনায়ক সঞ্জয় দত্ত, সকলেরই জীবনকাহিনি তুলে ধরা হয়েছে রুপোলি পর্দায়৷ শুক্রবার তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এবার কালামকে নিয়ে বায়োপিক তৈরির দাবিতে সরব হলেন ক্রিকেটার গৌতম গম্ভীর৷

[মুসলিম জনসংখ্যা না কমলে গণপিটুনি থামবে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]

আন্ডারওয়ার্ল্ডের ডনদের সঙ্গে যাঁর ওঠাবাসা, সেই সঞ্জু বাবার জীবনের খুঁটিনাটিও জানতে পারছেন দর্শকরা৷ অথচ কালাম দেশকে যা যা দিয়েছেন, বিজ্ঞানের জগতে যেভাবে বিপ্লব ঘটিয়েছেন, যেভাবে হয়ে উঠেছিলেন মিসাইল ম্যান, সেসব তথ্য আজও অজানা সাধারণ মানুষের৷ সিনেমার মাধ্যমে যা অনায়াসেই গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব৷ কিন্তু বলিউড তা নিয়ে এখনও মাথা ঘামায়নি৷ আর তাই গম্ভীরের গলায় আক্ষেপের সুর৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মিসাইম ম্যানকে শুধুই শ্রদ্ধা জানালে কাজ শেষ হয় না৷ ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় হয়েছে৷ অনেক বায়োপিক তো হয়েছে৷ কিন্তু অন্য যে কোনও ব্যক্তির আগে আবদুল কালামের বায়োপিক তৈরি হওয়া উচিত৷

Advertisement

উল্লেখ্য, বছর দুয়েক আগে শোনা গিয়েছিল, মারাঠি পরিচালক প্রমোদ গোরে বড়পর্দায় কালামের আত্মজীবনী তুলে ধরবেন৷ তাঁর চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেতা ইরফান খানের৷ তবে পরে সেসব ধামাচাপা পড়ে যায়৷ সে নিয়ে আর কোনও উচ্চবাচ্য হয়নি৷

[ভারত ‘বিশেষ’ শর্ত মানলেই চোকসিকে ফিরিয়ে দিতে রাজি অ্যান্টিগুয়া]

শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতির তৃতীয় মৃত্যুবার্ষিকী৷ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ তথা গোটা বিশ্ব৷ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুরে একটি বিশেষ সংগঠন তৈরি করা হয়েছে৷ যার সদস্যরা কালামের আদর্শেই বিশ্বাসী৷ তার নাম দেওয়া হয়েছে আবদুল কালাম ভিশন সোসাইটি (একেভিএস)৷ কেমন হবে ভবিষ্যৎ দুনিয়া৷ কালামের চোখ দিয়ে দেখার চেষ্টা করা হবে সে উন্নত বিশ্বকে৷ সেখানে বিজ্ঞান নিয়ে হবে নানা আলোচনা৷ বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হবে কালামের কৃতিত্বের কাহিনি৷ গত ২১ জুলাই এই সোসাইটির উদ্বোধনে হাজির ছিলেন প্রায় ৪০০ জন৷ স্বাস্থ্য থেকে সমাজ, কৃষি, পরিকাঠামো সবদিকের উন্নতি সাধনই এর লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement