Advertisement
Advertisement

আগুনের ছোঁয়া লেগে দাউ দাউ করে জ্বলে উঠছে মাটি, ভাইরাল ভিডিও

কিন্তু কেন প্রকৃতির এই বিচিত্র আচরণ?

Soil ablaze due to chemical waste in Mysuru
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2017 1:40 pm
  • Updated:October 9, 2019 2:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি নাকি সব সয়ে নেয়৷ যে আগুন বিঘার পর বিঘা ফসল, ঘর-বাড়ি, বন, জঙ্গল, জীবন পুড়িয়ে ছারখার করে দেয়, সেই আগুনও মাটির কাছে এসে নিজের দাপট খুইয়ে সর্বস্বান্ত হয়ে নিস্তেজ হয়ে যায়৷ তাই যুগ-যুগান্তর ধরে মাটিকেই সহিষ্ণুতার প্রতীক হিসেবে মেনে এসেছে মানুষ৷ কিন্তু সহিষ্ণুতারও তো সীমা রয়েছে৷ সে সীমারেখা পেরলে তার মাশুল তো গুণতেই হবে৷ সহ্যের বাঁধ যখন ভাঙে তখনই ঘটে অঘটন৷ এমনই আভাস মিলল কর্নাটকে৷ যেখানে আগুনের সংস্পর্শে এসেই দাউদাউ করে জ্বলে উঠছে সহিষ্ণু মাটিও৷

[কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র]

Advertisement

অবাক করা এই ঘটনা ঘটেছে কর্নাটকের মাইসুরুতে৷ যেখানে নীরিহ মাটির সংস্পর্শে আগুন আসা মাত্রই তা উঠছে জ্বলে৷ নিজের চোখেই দেখুন সেই ছবি৷

Advertisement

প্রকৃতির এই বিচিত্র আচরণে প্রথমে বেশ অবাকই হয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ প্রথমে তাঁরা বুঝতেই পারছিলেন না কেন এমন স্বভাববিরুদ্ধ আচরণ করছে তাঁদের এতদিনের চেনা মাটি৷ খবর চাউর হতেই ছুটে আসেন বিশেষজ্ঞরা৷ মাটির নমুনা নিয়ে হয় পরীক্ষা-নীরিক্ষা৷ তারপর জানা যায় আসল সত্য৷ প্রকৃতির এই অদ্ভুত আচরণের নেপথ্যে রয়েছে মানুষের কাণ্ডকারখানাই৷

[রবিনার ‘মাতর’ নিয়ে কি সত্যিই অখুশি সেন্সর বোর্ড? জোর জল্পনা]

জানা গিয়েছে, এলাকার কাছেই রয়েছে একটি রাসায়নিক কারখানা৷ সেখান থেকেই দূষিত বর্জ্য পদার্থ এসে মিশছে এলাকার মাটিতে৷ দীর্ঘদিন ধরেই ছড়াচ্ছে এই দূষণ৷ যার ফলে মাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে স্বভাব বিরুদ্ধ আচরণ করছে এবং আগুনের সংস্পর্শে এলেই জ্বলে উঠছে৷  গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা৷ এর প্রতিকারের দাবি জানিয়েছেন তাঁরা৷ গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷

[প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ