Advertisement
Advertisement

হিন্দুত্ব থেকে সাম্যবাদের পথে, বাম রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সোমনাথ চট্টোপাধ্যায়

লোকসভার প্রথম বাঙালি স্পিকার ছিলেন তিনি৷

Somnath Chatterjee: Hindu by birth, communist by blood
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 13, 2018 10:13 am
  • Updated:August 13, 2018 10:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরাধীন ভারতের নামকরা আইনজীবী ছিলেন বাবা৷ সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন৷ ছেলেও তাই৷ তবে বাবা ও ছেলের রাজনৈতিক বিশ্বাস ছিল আলাদা৷ বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা৷ আর ছেলে সোমনাথ চট্টোপাধ্যায় বেছে নিয়েছিলেন বামপন্থা৷ তাঁকে এ দেশের বাম রাজনীতির নক্ষত্রও বলা চলে৷ দীর্ঘ ৪০ বছরের বর্ণময় রাজনৈতিক জীবন৷ জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ শেষ কয়েক দশ বছর অবশ্য সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন৷ দল থেকেও বহিষ্কৃত হতে হয়েছিল৷ তবুও মনেপ্রাণে সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন খাঁটি কমিউনিস্ট৷ সোমবার সকালে ইতি পড়ল তাঁর বর্ণময় জীবনে৷ দেশ হারাল নেতাকে৷ 

[রাজনীতির মঞ্চ ছেড়ে মহাশূন্যের ঠিকানায় সোমনাথ চট্টোপাধ্যায়]

Advertisement

সালটা ১৯২৯৷ অসমের তেজপুরে জন্ম সোমনাথ চট্টোপাধ্যায়ের৷ বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় সেকালের নামী আইনজীবী৷ হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতাও বটে৷ ১৯৪৮ সালে এদেশে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৷ গ্রেপ্তার হয়েছিলেন বহু বামপন্থী নেতা৷ আদর্শগত ভিন্নতাকে দূরে সরিয়ে রেখে কমিউনিস্টদের পাশে দাঁড়িয়েছিলেন নির্মলচন্দ্র৷ সেই সুবাদে প্রবাদপ্রতীম বামনেতা জ্যোতি বসুর সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর৷ পরবর্তীকালে ছেলে সোমনাথ যোগ দেন সিপিএম পার্টিতে৷ হয়ে ওঠেন বাম রাজনীতির এক দিকপাল নেতা৷

Advertisement

ছাত্রজীবন কেটেছে কলকাতায়৷ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউটের ছাত্র ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়৷ পড়েছেন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ও কেমব্রিজের জেসাস কলেজেও৷ ১৯৫৭ সালে আইনে  স্নাকতোত্তর পাশ করার পর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন সোমনাথ চট্টোপাধ্যায়৷ সক্রিয় রাজনীতি যোগ দেওয়ার আগে বেশ কয়েক বছর ওকালতি করেছেন কলকাতা হাই কোর্টে৷ সোমনাথ চট্টোপাধ্যায় যখন সক্রিয় রাজনীতিতে আসেন, ততদিনে কমিউনিস্ট পার্টি ভেঙে গিয়েছে৷ সিপিআই থেকে বেরিয়ে আলাদা দল তৈরি করেছেন জ্যোতি বসু, হরেকৃষ্ণ কোঙাররা৷ ১৯৬৮ সালে সিপিএম পার্টির সদস্য হন সোমনাথ চট্টোপাধ্যায়৷ নির্দল প্রার্থী হিসেবে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন ১৯৭১ সালে৷আটের দশকে লোকসভা ভোটে যাদবপুর লোকসভাকেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন সোমনাথবাবু৷ টানা ন’বার জিতেছেন৷ ১৯৮৪ সালে মাত্র একবারই কংগ্রেস প্রার্থী ও আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন৷ ১৯৮৯ সাল থেকে ২০০৯  সাল পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়৷

২০০৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস৷ মনমোহন সিংয়ের সরকারকে বাইরে থেকে সমর্থন করে বামেরা৷ লোকসভার স্পিকার নির্বাচিত হন সোমনাথ চট্টোপাধ্যায়৷ ২০০৮ সালে যখন বামেরা সমর্থন প্রত্যাহার করে নেয়, দলের নির্দেশ মেনে সরকারের বিরুদ্ধে ভোট দিতে রাজি হননি সোমনাথ চট্টোপাধ্যায়৷ সংসদীয় রাজনীতিতে স্পিকারকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়৷ সেই যুক্তিতেই নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি৷ শেষপর্যন্ত, তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকেও দল থেকে বহিষ্কার করে তৎকালীন সিপিএম নেতৃত্ব৷ সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন সোমনাথ চট্টোপাধ্যায়৷  সক্রিয় রাজনীতিতে ছিলেন না ঠিকই৷ তবে জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে বলিষ্ঠভাবে নিজের মতামত জানাতেন সোমনাথবাবু৷ বার্ধক্যজনিত রোগে সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বাম রাজনীতির এই বর্ণময় ব্যক্তিত্ব৷ অবসান হল একটি যুগের৷

[ হাওড়া ব্রিজের ফুটপাথ ঢাকবে অত্যাধুনিক শেডে, খুশি পথচারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ