Advertisement
Advertisement
Soumitra Khan-Sougata Roy

‘বউ পালানোয় আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে’, সংসদে সৌমিত্রকে বেনজির আক্রমণ সৌগতর

বর্ষীয়ান সাংসদকে সতর্ক করলেন স্পিকার।

Soumitra Khan got mad after divorce, Sougata Roy's attack at Lok Sabha | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 9, 2023 7:01 pm
  • Updated:February 9, 2023 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে দাঁড়িয়ে নজিরবিহীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র উদ্দেশে তিনি বলেন, “তোমার ডিভোর্স হয়ে গিয়েছে। বউ পালিয়ে গিয়েছে। তারপর তোমার তার কেটে গিয়েছে।” এই মন্তব্যের পর লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লা তাঁকে সতর্ক করেন। বলেন, একজন বর্ষীয়ান সাংসদ হিসেবে তাঁর মুখে এহেন কথা শোভা পায় না।

বৃহস্পতিবার লোকসভায় নিজের বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের মতামত পেশ করেন তিনি। অভিযোগ, সেসময় বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ তাঁর উদ্দেশে নানারকম মন্তব্য করতে থাকেন। তাতেই সৌগত রায় বলেন, ”আপকা বিবি ভাগ গ্যায়া, আপকা তার কাট গ্যায়া।” এ নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয় সংসদে। পরে অবশ্য সৌগত রায়কে স্পিকার সতর্ক করে দেন।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূলের শিল্পীদের উপর অযথা সেন্সরের কোপ,’ LSD সিনেমা নিয়ে গর্জে উঠলেন কুণাল-সায়নীরা]

সৌগত রায়ের এহেন ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খোলেননি সৌমিত্র খাঁ। তবে এনিয়ে আরেক সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রতিক্রিয়া, ”এই মন্তব্যেই বোঝা যায় তৃণমূলের জনপ্রতিনিধিরা কতটা রুচিহীন। তাই একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষ করছেন।”

Advertisement

[আরও পড়ুন: মেট্রোয় এবার টানা দক্ষিণেশ্বর থেকে রুবি মোড় যাওয়ার পথ, সংযোগকারী স্টেশন কোনটি?]

প্রসঙ্গত, সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও সুজাতা মণ্ডলের বিবাহবিচ্ছেদ মামলা চলছে। রাজনৈতিক মতবিরোধ, সুজাতার দলবদল – এসবের মধ্যেই তাঁদের দাম্পত্য কলহ বহুবার প্রকাশ্যে এসেছে। সাংবাদিক সম্মেলন করে সৌমিত্র স্ত্রীকে ডিভোর্সের (Divorce) কথা জানিয়েছিলেন। পাশাপাশি, সুজাতা স্বামীর ‘পরকীয়া’র অভিযোগে সরব হয়ে জানান, তাঁদের বিচ্ছেদের কারণ সেই সম্পর্কই। কিন্তু এসব বিষয় নিয়ে সংসদে ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হবে, তা বোধহয় ভাবতেও পারেননি বিষ্ণুপুরের সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ