Advertisement
Advertisement

‘উর্দিকে মিস করব’, দায়িত্ব থেকে সরানোর পর আবেগতাড়িত এসপি বেদ

বন্ধ হোক উপত্যকায় রক্তক্ষরণ, কাশ্মীরের প্রাক্তন ডিজিপি।

SP Vaid, removed as Jammu-Kashmir top cop turns emotional
Published by: Tanujit Das
  • Posted:September 8, 2018 1:12 pm
  • Updated:September 8, 2018 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উর্দিটাকে বেশি করে মনে পড়বে৷ ওটা গায়ে চড়ালেই একটা আলাদা গর্ব অনুভব করতাম৷ জীবনের বাকিটা
সময় এই আক্ষেপটা থেকে যাবে৷” এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন বক্তা৷ জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান পদ থেকে যাঁকে সদ্যই সরিয়ে
দেওয়া হয়েছে৷ সেই এসপি বেদ জানালেন, কর্মস্থলে কাটানো পুরনো দিনগুলি চিরকাল জীবন্ত থাকবে তাঁর মনে৷ তিনি প্রাণপণ চান, বন্ধ হোক
উপত্যকায় রক্তক্ষরণ৷ শান্তি ফিরুক ভূস্বর্গে৷

[মহাকাশে পাড়ি দিতে প্রস্তুত ভারত, প্রকাশ্যে স্পেস স্যুট ও ক্রু মডিউল]

Advertisement

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে তাঁকে দেওয়া হয়েছে কম গুরুত্বপূর্ণ পদ৷ এসপি বেদ হয়েছেন রাজ্য পরিবহণ
দপ্তরের নয়া কমিশনার৷ তবে তাঁর পদের এই হঠাৎ রদবদলের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন ওয়াকিবহাল মহল৷ যার পিছনে প্রধান তিনটি কারণ
দেখতে পাচ্ছেন তাঁরা৷ প্রথমত, জম্মু-কাশ্মীরের নব-নিযুক্ত রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয় এসপি
বেদের৷ দ্বিতীয়ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি৷ তৃতীয়ত, চলতি মাসেই সেনা অভিযানে ধৃত জঙ্গিদের পরিবারকে
মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেনে বেদ৷ যা নিয়ে তৈরি হয় চরম বিতর্ক৷ কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে৷ যদিও কোনও বিষয়েই মন্তব্য করতে
চাননি জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন প্রধান৷

Advertisement

[মানবিকতার নজির, মূক-বধির মহিলার পাশে দাঁড়ালেন অসহায় দম্পতি]

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যায় এসপি বেদকে৷ সূত্রের খবর, সেই সময় থেকেই কেন্দ্রের বিজেপি
সরকারের বিরাগভাজন হতে শুরু করেন তিনি৷ সেই কারণেই তাঁকে পদ খোয়াতে হল বলে মনে করছেন অনেকে৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে
বেদ জানান, অপরাধীদের কোনও জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় হয় না৷ তাদের একটাই পরিচয়, তারা অপরাধী৷ একটানা ২০ মাস
জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান হিসাবে কাজ করেছেন এসপি বেদ৷ তাঁর সময়ে একাধিক জঙ্গি দমন অভিযানে সফলতা লাভ করেছে রাজ্য
পুলিশ৷ অনেকটাই সামাল দিতে পেরেছেন বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংসাত্মক বিক্ষোভকে৷ তাঁর স্থানে উপত্যকার নয়া পুলিশ প্রধান বা ডিজিপি করা
হয়েছে দিলবাগ সিংকে৷ এতদিন রাজ্যের কারা দপ্তরের ডিরেক্টর হিসাবে কাজ করতেন তিনি৷ মনে কোনও ক্ষোভ না রেখেই নবাগতকে
স্বাগত জানান এসপি বেদ৷ আশা প্রকাশ করে বলেন, যে কাজ তিনি শেষ করতে পারলেন না৷ সেই কাজ সম্পূর্ণ করবেন দিলবাগ সিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ