Advertisement
Advertisement

গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত? জোটসঙ্গীদের সন্তুষ্ট রাখতে নয়া ভাবনা বিজেপির

সরকার গড়ার দাবিতে এখনও অনড় কংগ্রেস।

Speaker Pramod Sawant is likely to be the next CM of Goa
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2019 9:40 pm
  • Updated:March 19, 2019 8:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোহর পারিকরের মৃত্যুর পর গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে স্পিকার প্রমোদ সাওয়ান্ত। বিজেপির বিধায়করাই সাওয়ান্তের নাম প্রস্তাব করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে। সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে দু’জনকে। একজন হলেন জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সারদেশাই। অন্যজন, আরেক জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতা সুদিন ধাবলিকর। এমজিপির তিন বিধায়ককেই বড় মন্ত্রক দেওয়া হবে।

[বিদায় পারিকর, জনতা পরিবৃত শোভাযাত্রার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য]

মনোহর পারিকরের মৃত্যুর আগেই অবশ্য গোয়ায় সরকার গঠনের দাবি জানিয়েছিল কংগ্রেস। যদিও, রাজ্যপাল মৃদুলা সিনহা তাদের সঙ্গে দেখা করার সময় দেননি। সোমবার সকালেই কংগ্রেসের ১৪ জন বিধায়ক এবং এনসিপির এক বিধায়ক রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সূত্রের খবর, সরকার গড়ার দাবিও জানান তারা। যদিও, শেষপর্যন্ত রাজ্যপাল তাদের কী জানিয়েছেন তা প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে, গোয়ায় একক বৃহত্তম দল কংগ্রেস। হাত শিবিরের দুই বিধায়ক দল ছাড়লেও আপাতত তাদের বিধায়ক সংখ্যা ১৪। অন্যদিকে, কংগ্রেসের জোটসঙ্গী এনসিপির হাতে রয়েছে ১ জন বিধায়ক। অন্যদিকে, গত দু’মাসে পারিকর-সহ বিজেপির দুই বিধায়কের মৃত্যু হয়েছে। আপাতত তাদের হাতে রয়েছে ১২ জন বিধায়ক। জোটসঙ্গী এমজিপি এবং গোয়া ফরোয়ার্ড পার্টির বিধায়ক সংখ্যা ৩ টি করে। অন্যদিকে, ৩ জন নির্দল বিধায়কও সমর্থন করছে বিজেপিকে। তাই, বিজেপির কাছে ২১ জন বিধায়কের সমর্থন রয়েছে।

Advertisement

[দিল্লির মসনদে মোদিকে পৌঁছে দিয়েছিলেন বন্ধু পারিকরই]

এদিকে, বিজেপি শিবিরে রবিবার রাত থেকেই তুঙ্গে টানাপোড়েন। পারিকরের মৃত্যুর পরই গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে শুরু জয় জল্পনা। বিজেপির জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির নেতা সুদিন ধাবলিকর নিজে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানান। কিন্তু, সেই দাবি নাকচ করে দেন নীতীন গড়করি। তিনি সাফ জানিয়ে দেন, পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই। এরপর বিজেপির বিধায়করা স্পিকার প্রমোদ সাওয়ন্ত এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত রানের নাম প্রস্তাব করে। দুই জোটসঙ্গী জিএফপি এবং এমজিপি সাওয়ন্তের নামে সম্মত হয়েছে বলেই সূত্রের খবর। দ্রুত নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদ সাওয়ান্তের নাম ঘোষণা হতে পারে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ