Advertisement
Advertisement

Breaking News

সংস্কৃতি উৎসবের খেসারত, জরিমানার মুখে শ্রী রবি শঙ্কর

জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ হল তাঁকে৷

World Culture Festival: NGT fines Sri Sri Ravi Shankar's Art of Living
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 8:37 pm
  • Updated:September 12, 2023 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনা নদীর তীরে বসেছিল বিশ্ব সংস্কৃতি উৎসবের আসর৷ বিরাট সেই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ধর্মীয় গুরু রবি শঙ্কর৷ কিন্তু এবার তার জেরেই বড়সড় জরিমানার মুখে পড়লেন তিনি৷ জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ হল তাঁকে৷

যমুনার তীরে এই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল শর্তস্বাপেক্ষেই৷ পরিবেশগত ক্ষতির কারণে পাঁচ কোটি টাকা জরিমানা দেওয়ার কথা জানিয়ে রাখা হয়েছিল আগে থেকেই৷ অনুষ্ঠান শেষে একের পর এক অভিযোগ জমা পড়ে৷ যমুনার তীর নষ্ট করা, স্বাভাবিক জলস্রোতে বাধা দেওয়া ও নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগ জানান পরিবেশবিদরা৷ ফলে জরিমানার পুরো টাকাই দেওয়ার নির্দেশ দেয় ‘ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল’৷ সংস্কৃতি উৎসবের উদ্যোক্তারা প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা জমা দেয়৷ বাকি টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয়৷ যদিও তা দেওয়া হয়নি৷ উপরন্তু সংস্থার তরফে জরিমানা মকুবের আবেদন জানানো হয়৷ বায়োডাইভার্সিটি পার্ক তৈরির কাজে অর্থ ব্যয় করা হবে বলেও জানানো হয়৷ কিন্তু জাতীয় পরিবেশ আদালত সে আবেদন নাকচ করে দেয়৷ জরিমানার বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ তো দেওয়াই হয়েছে, সেই সঙ্গে এরকম আবেদন করার জন্যও বাড়তি জরিমানা করা হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ