Advertisement
Advertisement

Breaking News

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী মোদির

সমস্যার সমাধান আগে জরুরি, মনে করেন প্রধানমন্ত্রী৷

Stop Politicising Triple Talaq issue, says PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 9:12 am
  • Updated:April 30, 2017 3:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তিন তালাক’ নিয়ে এবার সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন তিনি৷ সম্প্রতি নয়া দিল্লির বাসব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ মুসলিম সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রী আবেদন করেন, তিন তালাকের মতো বিষয়টিকে রাজনীতির বাইরে রাখুন৷ তাঁদের এগিয়ে এসে এই সমস্যার সমাধান করার আর্জি জানান তিনি৷

[ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মডেল সোনিকার, আহত অভিনেতা বিক্রম]

Advertisement

তিন তালাক নিয়ে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত দেশ৷ মার্চ মাসেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের জানান, ১১ থেকে ১৯ মে-র মধ্যেই তিন তালাক নিয়ে চূড়ান্ত শুনানি হবে৷ প্রয়োজনে শনি ও রবিবার ছুটির দিনেও এই মামলার শুনানি হতে পারে৷ এমনকী, গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির জন্য আদালতের গরমের ছুটিও বাতিল করা হতে পারে জানান তিনি৷ তবে শরিয়ত আইনের কথা উল্লেখ করে তিন তালাকের পক্ষে সওয়াল করে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড৷ কিন্ত মুসলিম মহিলাদের একটি বড় অংশ তিন তালাক প্রথাকে বেআইনি বলে দাবি করে৷ তিন তালাক প্রসঙ্গে মুখ খুলেছেন অনেকেই৷ যোগী আদিত্যনাথ থেকে সইফ আলি খানের মতো ব্যক্তিত্বরা একদিকে এই প্রথা রদের পক্ষে সওয়াল করেছেন, তেমনই আজম খানের মতো নেতারা এই প্রথা নিয়ে সিদ্ধান্ত ইসলামিক গোষ্ঠীর উপরই ছেড়ে দেওয়ার কথা বলেছেন৷

Advertisement

[নাবালক সন্তান মা-বাবার সঙ্গে নাও থাকতে চাইতে পারে: দিল্লি হাই কোর্ট]

প্রধানমন্ত্রী আগেও এই বিষয়ে মুসলিম মহিলাদের পাশেই দাঁড়িয়েছেন৷ দেশের মুসলিম কন্যাদের এই ভোগান্তির বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছিলেন তিনি৷ আর তাঁর সরকার এই সমস্যার সমাধানের উপায় খুঁজে বার করবেই৷

[ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চিনকে অসম্মান করেছে উত্তর কোরিয়া: ট্রাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ