Advertisement
Advertisement

Breaking News

বালির ভাস্কর্যে বিশ্বজয় সুদর্শনের

স্বর্ণপদক জিতলেন সুদর্শন৷ তাঁর কৃতিত্বে গর্বিত সারা দেশবাসী৷

Sudarsan Pattnaik wins gold medal at World Sand Art Championship, Bulgaria
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 8:03 pm
  • Updated:June 4, 2016 8:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য বালিতেই তিনি গড়ে তোলেন অসামান্য ভাস্কর্য৷ বালি যেন কথা বলে ওঠে তাঁর হাতে৷ কখনও মহাপুরুষের অবয়ব মূর্ত হয়ে ওঠে, কখনওবা কোনও সামাজিক সতেচনতা প্রসারের ঘটনা ফুটে ওঠে তাঁর বালুশিল্পে৷  এবার বিদেশের মাটিতেও বালির শিল্পেই সোনা ফলালেন তিনি৷ তিনি সুদর্শন পট্টনায়েক৷ দেশের জন্য বালুশিল্পে বিশ্বসেরার সম্মান বয়ে আনলেন তিনি৷

CkEkcAqWgAE-SP4

Advertisement

আন্তর্জাতিক আসর থেকে দেশের জন্য বরাবরই সম্মান বয়ে আনেন তিনি৷  অন্তত ৫০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷  পুরস্কার এনেছেন ২৭টিরও বেশি৷  আবারও তার মুকুটে জুড়ল সেরার পালক৷  বুলগেরিয়ায় বসেছিল ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন স্যান্ড আর্ট’ ৷  সেখানেই পিপলস চয়েস বিভাগে সোনা জিতলেন সুদর্শন৷

Advertisement

CkF9A3OW0AABfy7

ছোটবেলা থেকেই বালুশিল্পে হাত পাকিয়েছেন তিনি৷  প্রথম যখন ভাস্কর্য তৈরি করেন তখন তাঁর বয়স মোটে সাত বছর৷  তারপর থেকে একের পর এক ভাস্কর্যে সারা দেশকে তাক লাগিয়েছেন৷  মুগ্ধ করেছেন বিদেশের মানুষকেও৷

CkEkcSBWUAAiJOh

দেশে তিনিই প্রথম তৈরি করেন ‘দ্য গোল্ডেন স্যান্ড আর্ট ইনস্টিটিউট’ ৷  দেশে এ ধরনের প্রতিষ্ঠান এই প্রথম৷   বুলগেরিয়ার এই প্রতিযোগিতায় তাঁর ভাস্কর্যের বার্তা ছিল মাদকবিরোধী৷  মাদক কীভাবে খেলাধুলার সংস্কৃতি নষ্ট করছে সেই তাই ফুটে উঠেছিল তাঁর শিল্পে৷  শিল্পের মুন্সিয়ানার সঙ্গে এই বার্তাই তাঁর ভাস্কর্যকে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা৷  সারা বিশ্বের মানুষ এই ভাস্কর্যকে সেরা করতে ভোট দিয়েছেন৷  গোটা দুনিয়ার শিল্পপ্রেমীদের পছন্দের ভিত্তিতেই পিপলস চয়েস ক্যাটেগোরিতে স্বর্ণপদক জিতলেন সুদর্শন৷  তাঁর কৃতিত্বে গর্বিত সারা দেশবাসী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ