Advertisement
Advertisement

Breaking News

ফের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সিবিআইয়ের আইনজীবী প্রমাণ করে দেন যে, সাংসদকে জেরা করে তদন্তে প্রভূত অগ্রগতি হয়েছে৷

Sudip Banerjee is again in CBI Custody till 12 January
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 9:47 pm
  • Updated:January 9, 2017 9:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি নিজেই৷ জানিয়েছিলেন, সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার আগে তাঁকে ছাড়বে না সিবিআই৷ সোমবার রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদকে ফের সিবিআই হেফাজতেরই নির্দেশ দিল আদালত৷

গত মঙ্গলবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৃণমূল সাংসদ৷ তারপর দফায় দফায় তাঁকে জেরা করেন গোয়েন্দারা৷ সূত্রের খবর, জেরায় নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ ইতিমধ্যেই এই কাণ্ডের সঙ্গে সারদা কাণ্ডেরও যোগ মিলেছে বলে জানা যাচ্ছে৷ রোজভ্যালি কাণ্ডে টলিউডের এক দাপুটে নায়িকাকে ডাকারও সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা৷ এই প্রেক্ষিতেই আজ ভুবনেশ্বর আদালতে তোলা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁকে যে জামিন দেওয়া হবে না এমনটা অনুমান করেছিলেন সাংসদ নিজেই৷ বাস্তবেও দেখা গেল তাইই হল৷ ১২ তারিখ পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ যদিও সুদীপবাবুর আইনজীবীর দাবি ছিল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই৷ কিন্তু সিবিআইয়ের আইজীবীর পাল্টা দাবি, সাংসদকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে৷ দুপক্ষেরই দাবি মন দিয়ে শোনেন বিচারক৷ প্রায় ঘণ্টা দেড়েক ধরে কেস ডায়রি খুঁটিয়ে দেখেন তিনি৷ রোজভ্যালি কর্তার ছেলেকে নামী স্কুলে ভর্তি করার ক্ষেত্রে সুদীপের ভূমিকার প্রসঙ্গও এদিন ওঠে আদালতে৷ সিবিআইয়ের আইনজীবী প্রমাণ করে দেন যে, সাংসদকে জেরা করে তদন্তে প্রভূত অগ্রগতি হয়েছে৷ আর এরপরই তাঁকে সিবিআই হেফাজতে রাখারই নির্দেশ দেয় আদালত৷

Advertisement

কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ