Advertisement
Advertisement
Supreme Court

প্রাথমিক নিয়োগ মামলা: খসড়া প্যানেল তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Supreme Court orders to make draft panel of primary teachers applicants in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 22, 2024 5:29 pm
  • Updated:January 22, 2024 6:35 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার খসড়া প্যানেল তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে তা নিয়োগের জন্য নয়। দুর্নীতি মামলার শুনানিতে শীর্ষ আদালতের কাজের স্বার্থেই এই খসড়া প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগামী সোমবার।

শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার অনেকেই। তবে কেলেঙ্কারির মাথায় এখনও পৌঁছতে পারেনি সিবিআই, ইডি। এই মামলা দেশের শীর্ষ আদালতেও বিচারাধীন। তেমনই এক মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানাল, খসড়া প্যানেল (Panel) তৈরি করতে। এর পিছনে তিনটি কারণ আছে। যাঁরা বিএড পাশ প্রার্থী, তাঁরা আদালতে আবেদন জানান, তাঁদেরকেও নিয়োগে সুযোগ দেওয়া হোক।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে বিক্রি করেছিলেন স্বামী! ২৪ বছর পর বাড়ি ফিরে সটান থানায় মহিলা]

২০২০ সালে যারা ডিএলএড (D.El.Ed) কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁরা ফলাফল বেরনোর আগেই নিয়োগ পরীক্ষায় আবেদন করেন। ২০১৭ সালে যাঁরা পাশ করেছেন, সেই প্রার্থীদের দাবি, তাঁরা যেহেতু আগে পাশ করেছেন, তাই নিয়োগে অগ্রাধিকার তাদের। এদিকে রাজ্য সরকারের বক্তব্য, ”আমরা চাকরি দিতে প্রস্তুত। আগামী দিনে আরও শূন্যপদ তৈরি হবে।” তখন বিচারপতি হিমা কোহলি জানতে চান, কত শূন্য পদ আছে?‌ কতজন আবেদন করেছিলেন এবং কতজন পরীক্ষা দিয়েছেন? বিস্তারিত তথ্য হলফনামা আকারে দিতে হবে। রাজ্যের তরফে জানানো হয়, ১১৭৬৫ শূন্যপদ আছে। এর পর বিচারপতিরা জানান, খসড়া প্যানেল তৈরি করে তা জমা দেওয়া হোক সুপ্রিম কোর্টে। বিচারপ্রক্রিয়ার জন্য তা জরুরি। এই সংক্রান্ত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

Advertisement

[আরও পড়ুন: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মোদি, আরেক মন্দিরে ঢুকতে না পেরে রাস্তায় বসে রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ