Advertisement
Advertisement

Breaking News

ফের পিছোল পঞ্চায়েত মামলার রায়দান, অনিশ্চিত ২০ হাজার প্রার্থীর ভবিষ্যৎ

সুপ্রিম কোর্টে চলা পঞ্চায়েত মামলার রায় ঘোষণা হতে পারে ১৩ আগস্ট৷

Supreme Court to pronounce verdict over TMC winning uncontested seats
Published by: Kumaresh Halder
  • Posted:August 6, 2018 5:51 pm
  • Updated:August 6, 2018 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার রায়দান৷ আজ, সোমবার ছিল পঞ্চায়েত মামলার রায় ঘোষণার দিন৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন আদালতে না আসায় পঞ্চায়েত মামলার রায় ঘোষণা ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি দীপক মিশ্র৷

[স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা]

সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী সোমবার ১৩ আগস্ট৷ পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলপ্রার্থীদের জয়লাভের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। গত ৩ জুলাই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আজ, অর্থাৎ সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে। কিন্তু বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন আদালতে না আসায় এই মামলার রায় ঘোষণা ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি দীপক মিশ্র৷

Advertisement

[সেনার সঙ্গে গুলি লড়াইয়ে খতম ১৪ জন মাওবাদী, সুকমায় জারি তল্লাশি অভিযান]

Advertisement

ফলে রাজ্যে পঞ্চায়েতের বোর্ড গঠন আরও কিছুটা পিছিয়ে গেল। ৫৮ হাজার ৬৯২টি আসনের মধ্যে ২০ হাজার ১৫৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ মোটেই স্বাভাবিক নয় বলে রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড় করায় শীর্ষ আদালত। চলতি মাসের মাঝামাঝি পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার কথা। এই পরিস্থিতিতে ভোটের ফলাফলের ভিত্তিতে পঞ্চায়েতের ত্রিস্তরেই বোর্ড গঠনের প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহকুমাস্তরে সরকারিভাবে পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজও প্রায় শেষ৷ অন্যদিকে এদিন সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। অসমে নাগরিকপঞ্জি থেকে বাঙালিদের ব্রাত্য করার প্রতিবাদ জানাতে গিয়ে  শিলচর বিমানবন্দরে নিগৃহীত হয়েছিলেন তৃণমূল সাংসদরা৷

[দাম্পত্য কলহের জের, তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলে খুন বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ