Advertisement
Advertisement

কেন বিদেশমন্ত্রী ‘ফলো’ করেন না তাঁর স্বামীকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তিনি তুমুল জনপ্রিয়৷ যে কেউ কোনও সমস্যা নিয়ে অনলাইনে তাঁর দ্বারস্থ হলে মেলে তুরন্ত জবাব৷ তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ টুইটারে যিনি এমন সক্রিয়, তিনিই কি না স্বামীকে ফলো করছেন না সোশ্যাল মিডিয়ায়! সম্প্রতি এ বিষয়টি নজরে আনেন বিদেশমন্ত্রীর এক ফলোয়ার৷ আর এ প্রসঙ্গে যাবতীয় জিজ্ঞাসার উত্তর দিলেন স্বয়ং সুষমার স্বামী৷আরও […]

Sushma Swaraj's Husband won the internet with witty response
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 5:28 pm
  • Updated:September 7, 2016 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তিনি তুমুল জনপ্রিয়৷ যে কেউ কোনও সমস্যা নিয়ে অনলাইনে তাঁর দ্বারস্থ হলে মেলে তুরন্ত জবাব৷ তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ টুইটারে যিনি এমন সক্রিয়, তিনিই কি না স্বামীকে ফলো করছেন না সোশ্যাল মিডিয়ায়! সম্প্রতি এ বিষয়টি নজরে আনেন বিদেশমন্ত্রীর এক ফলোয়ার৷ আর এ প্রসঙ্গে যাবতীয় জিজ্ঞাসার উত্তর দিলেন স্বয়ং সুষমার স্বামী৷

সুষমার স্বামী কুশল স্বরাজ  রাজ্যসভার প্রাক্তন সাংসদ৷ মিজোরামের রাজ্যপালও হয়েছিলেন৷ পেশায় তিনি আইনজীবী৷ সুষমার মতো তিনি অবশ্য সোশ্যাল মিডিয়ায় ততখানি জনপ্রিয় নন৷ কিন্তু এ প্রশ্নের উত্তরটা তিনি নিজেই দিলেন৷ শিশির নায়েক নামে জনৈক ব্যক্তি যখন প্রশ্নটি করেন তখন সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সুষমার জবাবের জন্য৷ কেননা স্রেফ কেজো কথা নয়, মাঝে মধ্যে টুইটে বিদেশমন্ত্রীর রসবোধেরও পরিচয় মেলে৷ তবে তাঁর স্বামীর থেকে যে উত্তর পাওয়া গেল তাতেও খুশি নেট দুনিয়া৷ কুশল স্বরাজের রসিকতার সঙ্গে তেমন পরিচয় ছিল না নেটিজেনদের৷ তবে উত্তরে তিনি ছক্কা হাঁকালেন বলা যায়৷ শিশিরের প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, ৪৫ বছর ধরে তিনি নিজে সুষমাকে ফলো করে  চলেছেন৷ এখন আর তা পাল্টানো সম্ভব নয়৷

Advertisement

গত জুলাইতেই নিজেদের বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন বিদেশমন্ত্রী৷ এদিন তাঁর স্বামী জানিযে দিলেন, তাঁদের রসায়নটা ঠিক কীরকম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement