Advertisement
Advertisement
Chhattisgarh Congress

পাঞ্জাবের পর এবার ছত্তিশগড়েও টালমাটাল কংগ্রেস! দিল্লিতে রাহুলের দ্বারে ১৫-১৬ জন বিধায়ক

গোষ্ঠীকোন্দলে জর্জরিত কংগ্রেস।

Suspense over the possibility of change in leadership in Congress-ruled Chhattisgarh continues | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 30, 2021 8:57 am
  • Updated:September 30, 2021 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) যেন নিজেকেই ধ্বংস করার মুডে। গোটা দেশে সাকুল্যে তিনটি রাজ্যে এখনও ক্ষমতায় আছে দল। সেই তিন রাজ্যেও গোষ্ঠীকোন্দল নিত্যনৈমিত্তিক ঘটনা। রাজস্থানে পাইলট-গেহলট দ্বন্দ্ব চলাকালীনই পাঞ্জাবে (Punjab) কংগ্রেসের অন্দরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সিধু-অমরিন্দর-চান্নির সেই টানাপোড়েন এখনও চলছে। এরই মধ্যে ছত্তিশগড়ে দলের অভ্যন্তরীণ বিবাদ এবার প্রকাশ্যে চলে এল।

Suspense over the possibility of change in leadership in Congress-ruled Chhattisgarh continues

Advertisement

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেওয়ের (TS Singh Deo) মধ্যে বিবাদের কথা আর গোপন নয়। দুই যুযুধান শিবিরের দ্বন্দ্বের মধ্যেই এবার অন্তত ১৫-১৬ জন বিধায়ক দিল্লিতে হাজির হয়েছেন। উদ্দেশ্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান স্পষ্ট করা। সূত্রের খবর, ওই বিধায়করা মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের শিবিরেরই লোক। দিল্লিতে তাঁরা গিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন জানাতেই।

Advertisement

[আরও পড়ুন: পাঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়! অমিত শাহ-অমরিন্দর সিং সাক্ষাৎ, বাড়ছে জল্পনা]

আসলে, ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও শিবিরের দাবি, কংগ্রেস হাই কম্যান্ড ২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিল আড়াই বছর পরে ভুপেশ বাঘেলকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। গত জুন মাসে বাঘেল সরকারের আড়াই বছর পূর্ণ হয়েছে। তারপর থেকেই ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর ব্যাটন বদল নিয়ে জল্পনা চলছে। সম্ভবত সেকারণেই মুখ্যমন্ত্রী নিজের শিবিরের বিধায়কদের আগেভাগে দিল্লি পাঠিয়ে দিয়েছেন বলে কংগ্রেস সূত্রের খবর।

[আরও পড়ুন: ‘পাঞ্জাবে কংগ্রেসের টালবাহানায় সুবিধা পাবে ISI-পাকিস্তান’, বিস্ফোরক কপিল সিব্বল]

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক বিধায়ক বলছেন, রাজ্যে নেতৃত্ব বদল নিয়ে কোনও কথা হয়নি। তেমন কোনও সম্ভাবনাও নেই। রাজ্যে কংগ্রেসের ৭০ জন বিধায়কের মধ্যে ৬০ জন আগেই মুখ্যমন্ত্রীর প্রতি নিজেদের আনুগত্য ঘোষণা করেছেন। তাছাড়া, টিএস সিং দেও এবং মুখ্যমন্ত্রী বাঘেলের মধ্যে কোনও বিবাদ নেই। ক’দিন আগেই তাঁরা দু’জন এক মঞ্চে অনুষ্ঠান করেছেন। মিষ্টি বিনিময়ও করেছেন। তাহলে, হঠাৎ এতজন বিধায়ক একসঙ্গে দিল্লিতে কেন? ওই নেতার বক্তব্য, তাঁরা সকলেই দিল্লি গিয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। সামনেই ছত্তিশগড়ে আসার কথা রাহুল গান্ধীর। তিনি যাতে নিজের সফরসূচি দীর্ঘ করেন, তা নিশ্চিত করতেই দিল্লি গিয়েছেন বিধায়করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ