Advertisement
Advertisement

Breaking News

তাজমহল ভারতের কলঙ্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

বিশ্বাসঘাতক তৈরি করেছে এই স্মৃতিসৌধ। কেন এমন মন্তব্য বিধায়কের? দেখুন ভিডিও -

Taj Mahal a blot on Indian history: BJP MLA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2017 5:46 am
  • Updated:October 16, 2017 5:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাথাচাড়া দিয়ে উঠল তাজমহল বিতর্ক৷ এবার বিশ্বের সপ্তম আশ্চর্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক সংগীত সোম৷ রবিবার মীরাটের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেছেন৷ তাঁর কথায়, বিশ্বাসঘাতকের হাতে তৈরি হয়েছে দেশের এই ঐতিহ্যশালী স্মৃতিসৌধ৷

[নয়া অ্যান্টি-সাবমেরিন রণতরী ‘আইএনএস কিলতান’ নিয়ে তৈরি নৌসেনা]

Advertisement

উত্তরপ্রদেশের সরধনা এলাকার বিধায়ক সংগীত সোম৷ বিতর্কিত মন্তব্য করার জন্য বেশ নাম রয়েছে তাঁর৷ মুজফ্ফরনগরের দাঙ্গার সময় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ পরে অবশ্য ক্লিনচিট পেয়ে যান বিজেপি বিধায়ক৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে ঢোকার অভিযোগ উঠেছিল তাঁর ভাই গগন সোমের বিরুদ্ধেও৷রবিবার প্রকাশ্য জনসভায় সংগীত বলেন,  ‘তাজমহল এমন একজন মানুষ তৈরি করেছে যে নিজের বাবাকে পর্যন্ত গারদে পুরেছিল৷ বিশ্বাসঘাতক মানুষের তৈরি এই স্মৃতিসৌধ ভারতীয় ঐতিহ্যের কলঙ্ক’৷’ রাজ্যের মহম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়কে ‘সন্ত্রাসের আঁতুরঘর’ বলে অভিহিত করেন সংগীত৷ সংগীতের এই মন্তব্যে অবশ্য সায় দেয়নি রাজ্য বিজেপি৷ বিজেপির মুখপাত্র অনিলা সিং জানিয়েছেন, সংগীত যা বলেছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে বলেছেন৷ তাঁর মন্তব্যের সঙ্গে বিজোপির কোনও সম্পর্ক নেই৷

Advertisement

 

[ক্লাসরুমে শিক্ষককে বেধড়ক মার ছাত্রের, ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, কিছুদিন আগেই যোগী সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের পক্ষ থেকে একটি বুকলেট প্রকাশ করা হয়। যাতে রাজ্যের সমস্ত দর্শনীয় স্থান তুলে ধরা হয়। কিন্তু দেখা যায়, দর্শনীয় এই স্থানের তালিকায় ঠাঁই পায়নি বিশ্ব মানচিত্রে ভারতের অন্যতম ঐতিহ্য তাজমহল। শোনা গিয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনে করেন তাজমহল ভারতীয় ঐতিহ্যের প্রতীক নয়। তাই তাঁর জমানায় উত্তরপ্রদেশের দ্রষ্টব্য স্থানের তালিকা থেকেও বাদ পড়ে এই স্মৃতিসৌধ। সেই বিতর্কই নতুন করে উসকে দিল সংগীতের মন্তব্য। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এমন মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক।

[চিন-পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক ‘বুলেটপ্রুফ’ বাঙ্কার বানাচ্ছে ভারতীয় সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ