Advertisement
Advertisement

একদিনের জন্য বন্ধ এনডিটিভি ইন্ডিয়া’র সম্প্রচার

জরুরি অবস্থা কালো ছায়া সংবাদমাধ্যমের উপর নেমে আসছে কি না, ভেবে আশঙ্কায় ওয়াকিবহাল মহল৷

Take NDTV India off air on November 9 for Pathankot: I&B panel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 1:19 pm
  • Updated:November 4, 2016 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৯ নভেম্বর ২৪ ঘন্টার জন্য এনডিটিভি ইন্ডিয়া নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ কমিটি৷ পাঠানকোটে জঙ্গি হামলার সময় ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক মুভমেন্ট ও অত্যন্ত সংবেদনশীল তথ্য এই চ্যানেলে প্রদর্শনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত৷

কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’ এই সেন্সরশিপকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছে৷ একই সুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা টুইটেও৷ “এনডিটিভিকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক৷ পাঠানকোট হামলার সম্প্রচারে চ্যানেলটির কোনও ভুল হয়ে থাকলে বিকল্প শাস্তির কথা ভাবা হোক৷ কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেয়”, মন্তব্য মুখ্যমন্ত্রীর৷

Advertisement

চ্যানেলটির পক্ষ থেকে এক বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে, “তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ পেয়ে আমরা হতাশ৷ ঘটনার দিন প্রায় প্রতিটি চ্যানেলেই একই খবর দেখানো হয়েছিল৷ তাহলে শুধু এনডিটিভির উপরেই কেন এই খাঁড়া নেমে এল কেন?”

Advertisement

গত ৪ জানুয়ারি দিনভর চ্যানেলটিতে যে খবর সম্প্রচারিত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে৷ কমিটির দাবি, জঙ্গি দমন অভিযানের সময় চ্যানেলে বেশ কিছু সংবেদনশীল তথ্য সম্প্রচারিত হয়, যেগুলি জঙ্গিদের বাড়তি সুবিধা করে দেয়৷ অভিযোগ, পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে যে মিগ, যুদ্ধবিমান, রকেট লঞ্চার, হেলিকপ্টার, জ্বালানি ট্যাঙ্ক-সহ প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে, সেই খবর ৪ জানুয়ারি চ্যানেলে সম্প্রচারিত হয়৷ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই খবর জঙ্গিদের কাছে পৌঁছে যাওয়ায় শুধু যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাই চ্যালেঞ্জের মুখে পড়েছে তা নয়, দেশের আম নাগরিকদের প্রাণহানিরও আশঙ্কা তৈরি হয়৷

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ প্যানেল এও দাবি করেছে যে হামলার দিন ওই চ্যানেলে সেনাঘাঁটির কাছে অবস্থিত স্কুল ও জনবসতির তথ্যও সম্প্রচারিত হয়৷ যা স্পষ্টতই ‘১৯৯৪ কেবল টিভি নেটওয়ার্ক রুলস’-এর বিরোধী৷ পাশাপাশি, ওই আইন মোতাবেক কোনও জঙ্গি দমন অভিযানের সরাসরি সম্প্রচারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ৷ শেষবার এমন ঘটনা ঘটেছিল ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বে, ১৯৭৫ সালে৷ আবার সেই জরুরি অবস্থা কালো ছায়া সংবাদমাধ্যমের উপর নেমে আসছে কি না, ভেবে আশঙ্কায় ওয়াকিবহাল মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ