Advertisement
Advertisement

বৃত্ত পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’ ফিরে যেতে পারে টাটাদের হাতেই

টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জে আর ডি টাটার উদ্যোগেই এক সময় জন্ম নিয়েছিল 'টাটা এয়ারলাইন'৷

TATA Group may buy rickety Air India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2017 11:44 am
  • Updated:June 21, 2017 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুগ্ন, ঋণের ভারে নুয়ে পড়া  ‘এয়ার ইন্ডিয়া’ কে নিয়ে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা কেন্দ্রের৷ঐতিহ্যবাহী এই বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে রাজকোষ থেকে দিতে হচ্ছে বিশাল অঙ্কের ভরতুকি৷ তাই ভরাডুবি রুখতে সরকারি বিমানসংস্থাটির বেসরকারিকরণের কথা ভাবছে কেন্দ্র৷ ইতিমধ্যে, আলোচনাও হয়ে গিয়েছে কয়েক দফা৷ সূত্রের খবর, চক্র পূর্ণ করে ‘এয়ার ইন্ডিয়া’র মালিকানা যেতে পারে টাটা গ্রুপের হাতেই৷

জানা গিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে ‘এয়ার ইন্ডিয়া’ কিনতে পারে টাটা গ্রুপ৷ এ বিষয়ে সরকারের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠকও নাকি সেরে ফেলেছেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন৷ ২০১৩ সালে এক অনুষ্ঠানে সরকারি বিমানসংস্থাটিকে কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন রতন টাটা৷ উল্লেখ্য, ১৯৩২ সালে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে ভারতে শুরু হয় নতুন যুগ৷ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জে আর ডি টাটার উদ্যোগে জন্ম নেয় ‘টাটা এয়ারলাইন’৷ দেশ স্বাধীন হওয়ার পর ওই বিমানসংস্থার জাতীয়করণ করে নাম রাখা হয় ‘এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’৷

Advertisement

[বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ‘টয়লেট: এক প্রেম কথা’]

বহুদিন ধরে লোকসানে চলা জাতীয় বিমানসংস্থাটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল নীতি আয়োগ৷ এই মুহূর্তে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ তাই অলাভজনক বিমানসংস্থাটিতে বিনিয়োগ করার পরিবর্তে সেই টাকা স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে চায় কেন্দ্র৷ সম্প্রতি, সরকারের কাছে এ সম্পর্কে চতুর্থ রিপোর্ট পেশ করে নীতি আয়োগ৷ সেখানে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়া হয়৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ৬০ হাজার কোটি টাকার দেনার মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার বিমান সংক্রান্ত ঋণ ও ৮ হাজার কোটি টাকার মূলধন বিষয়ক ঋণ৷ নীতি আয়োগের প্রস্তাব, সংস্থার অর্ধেক দায়ভার বহন করবে সরকার ও বাকি ৩০ হাজার কোটি টাকার দায় বইতে হবে হবে নতুন মালিককে৷ আধিকারিকরা জানিয়েছেন সংস্থাটির সঙ্গে জড়িত আরও বেশ কিছু অধিকার ভোগ করতে পারবেন ক্রেতা৷

গত পাঁচ বছরে এয়ার ইন্ডিয়ার জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার ভরতুকি দিতে হয়েছে সরকারকে৷ শুধু তাই নয় আগামী কয়েকবছর বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে সমপরিমাণের ভরতুকি দিতে হবে কেন্দ্রকে৷ তাই সংস্থাটির বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ৷ সূত্রের খবর, নিজের প্রস্তাবে নীতি আয়োগ স্পষ্টভাবে জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার জন্য একজন বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে৷ এবং এই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে৷ তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারে কথা বলতে নারাজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী এ গজপতি রাজু৷

[ফের চমক Jio-র, মিলবে ৭২ জিবি অতিরিক্ত 4G ডেটা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement