Advertisement
Advertisement

Breaking News

৫.৬ কোটি টাকা খরচ করে মানত পূরণ মুখ্যমন্ত্রীর, নিন্দার ঝড়

ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের টাকায় চলছে এই মানত পূরণের পালা৷

Telengana CM KCR donates whooping 5.6 crore ornaments to Tirumala temple
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 2:22 pm
  • Updated:February 21, 2017 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন আন্দোলন শুরু করেছিলেন৷ মানতগুলি তখনই করে রেখেছিলেন৷ পূরণ হয়েছে৷ পৃথক রাজ্যের তকমা পেয়েছে তেলেঙ্গানা৷ তাই মানত পূরণ করে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ এবার বিশেষ বিমানে করে তিরুপতি যাচ্ছেন তিনি৷ সেখানে তিরুমালা মন্দিরে ৫.৬ কোটি টাকার সোনার অলঙ্কার দান করবেন তিনি৷

আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির

Advertisement

ভগবান বালাজিকে দেওয়া হচ্ছে সোনার অলঙ্কার, মুকুট আর সোনার নথ দেওয়া হচ্ছে দেবী পদ্মাবতীকে৷ ২০১৪ সালে তেলেঙ্গানা পৃথক রাজ্য ঘোষণা হওয়ার পর থেকেই এভাবে মানত পূরণের পালা চলছে৷ কিছুদিন আগেই ওয়াব়্যাঙ্গালের ভদ্রকালী দেবীকে ৩.৫ কোটি টাকার ১২ কিলোগ্রাম ওজনের সোনার মুকুট দিয়েছিলেন তিনি৷ এই সপ্তাহের শেষেই কুরভির বীরভদ্রস্বামী মন্দিরে সোনার গোঁফ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ এর জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল৷ তেলেঙ্গানার এর নামী দোকানে সমস্ত সোনার সামগ্রী তৈরির বরাত দেওয়া আছে৷ পুরো টাকাটাই নাকি করদাতাদের রাজ্যকে দেওয়া রাজস্ব থেকে খরচ করা হচ্ছে৷

Advertisement

জঙ্গি বিরোধী অভিযানে নয়া পন্থা সেনার

এর জন্য সমালোচনাও কম হচ্ছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর৷ রাজ্যে প্রায় দিনই কৃষক মৃত্যুর মতো ঘটনা ঘটছে৷ কেন্দ্রের কাছে তেলেঙ্গানার ঋণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে৷ এমন অবস্থায় সাধারণ করদাতাদের টাকা এভাবে দান-ধ্যানে খরচ না করে মানুষের উপকারে ব্যবহার করলে বেশি পূণ্য হত না? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কিন্তু কেসিআর নিজের অবস্থানে অনড়৷ কথা দিয়েছেন, তাই কথা তাঁকে রাখতেই হবে৷

আইন হাতে নিয়ে পুলিশকে চড় বিজেপি নেত্রীর স্বামীর!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ