Advertisement
Advertisement
Kashmir

কাশ্মীরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, নিয়ন্ত্রণরেখার কাছে নিকেশ জঙ্গি

ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Terrorist killed near LoC in Kashmir | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 26, 2022 1:41 pm
  • Updated:October 26, 2022 1:41 pm

মাসুদ আহমেদ, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের ছক ভেস্তে দিল সেনাবাহিনী। বুধবার নিয়ন্ত্রণরেখার কাছে সেনা জওয়ানদের গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সীমান্তে সতর্কতা বাড়িয়ে তোলা হয়েছে।

সেনা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখার কাছে। সেখানে সুদপরা এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সেই চেষ্টা ভেস্তে দিয়ে গুলি চালান ভারতীয় সীমান্তরক্ষীরা। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর নিকেশ হয় এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গির কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র ও নথি উদ্ধার করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর, কুপওয়াড়াতেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়। সে বারও একই ভাবে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে নিকেশ পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গি, উদ্ধার প্রচুর গোলাবারুদ]

উল্লেখ্য, আগামী বছর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফলে কাশ্মীরে (Kashmir) জোরকদমে জঙ্গিদমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সেই জঙ্গিদমন অভিযানের অংশ হিসাবেই গত সেপ্টেম্বর ও চলতি মাসে বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ফৌজ। কিন্তু উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে সীমান্তের ওপার থেকে জেহাদিদের পাঠাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।

Advertisement

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে কাশ্মীরের বারামুল্লার এক সভায় অমিত শাহ বলেন, কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের একমাত্র লক্ষ্য। তার জন্য যদি বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাতে তিনি রাজি। কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে সরকারের কোনও সমস্যা নেই। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা নয়। বিশ্লেষকদের ধারণা, নয়াদিল্লির উপর চাপ তৈরি করতে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলতে চাইছে আইএসআই। বিশেষ করে শীতের মরশুমে গিরিপথগুলি বন্ধ হয়ে যাওয়ার আগে কাশ্মীরে জঙ্গিদের ঢুকিয়ে দিতে চাইছে পাকিস্তান।       

[আরও পড়ুন: কাশ্মীরে নিকেশ পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গি, উদ্ধার প্রচুর গোলাবারুদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ