Advertisement
Advertisement

Breaking News

উপত্যকায় ফের জঙ্গি হামলা, শহিদ চার পুলিশকর্মী

শহিদ জঙ্গিদের অস্ত্র লুট করেছে জঙ্গিরা৷  

Terrorists kill 4 cops in Kashmir’s Shopian
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2018 7:33 pm
  • Updated:August 29, 2018 7:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উত্তপ্ত উপত্যকা৷ জঙ্গি হামলায় শহিদ চার পুলিশকর্মী৷ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের ঘটনা৷ তল্লাশি অভিযানে গিয়েই পুলিশকর্মীদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ তাতেই এই চার পুলিশকর্মী শহিদ হন৷

[ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ হিজবুল জেহাদি]

বুধবার গোপনসূত্রে পুলিশের কাছে খবর পৌঁছায় জম্মু-কাশ্মীরের সোপিয়ানের আরহামা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ সেই অনুযায়ী শুরু হয় তল্লাশি৷ আরহামা গ্রাম থেকেই শুরু হয় তল্লাশি৷ তল্লাশি অভিযানে ছিলেন ডিএসপি সদরও৷ জঙ্গিদমন অভিযান চলাকালীনই হামলার শিকার হন পুলিশকর্মীরা৷ তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেন পুলিশকর্মীরাও৷ তাতেই একে একে চার পুলিশকর্মী গুলিবিদ্ধ হন৷ প্রত্যেককেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা যান চারজনই৷ শহিদ পুলিশকর্মীদের কাছ থেকে একে ৪৭-ও ছিনতাই করে নিয়েছে জঙ্গিরা৷ ঘটনার পর থেকে ওই এলাকাটি বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলে৷ জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করে পুলিশ৷ জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে৷ এই নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত অন্তত ৩০ জন পুলিশকর্মী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন৷    

[জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করার অভিযোগ, এনআইএ-র জালে পুলিশ আধিকারিক]

পুলিশকর্মীদের উপর জঙ্গি হামলার আগেই জঙ্গি নিকেশে বড়সড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ বুধবার সকালে কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় সেনা দুই জঙ্গিকে নিকেশ করে৷ জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি বৈদ বলেন, ‘‘অনন্তনাগে জঙ্গিনিধন কর্মসূচি চলাকালীন আলতাফ আহমেদ দার আলিয়াস ও উমর রশিদ ওয়ানি নামে দুই জঙ্গিকে নিকেশ করা হয়৷ আলতাফ আহমেদ দার মিশিপুরার বাসিন্দা৷ কুলগামের খুদওয়ানির বাসিন্দা ছিল উমর রশিদ ওয়ানি৷’’ তদন্তকারীদের দাবি, ২০০৭ সালে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীতে নাম লেখায় আলতাফ আহমেদ দার৷ সেনার উপর হামলার ঘটনায় বারবারই তার যোগসাজশের তথ্য উঠে এসেছে৷ ২০১৬ সালের পর থেকে সেনার মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল উমর রশিদ ওয়ানি৷ নিকেশ হওয়া ওই দুই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ