BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

এই বাড়িতে আজও থাকতে চান না কেউ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 6, 2016 8:03 pm|    Updated: September 6, 2016 8:06 pm

The Apartment number F-2 in Valmiki nagar Chennai

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর ধরে পড়ে রয়েছে বাড়িটা৷ আজ পর্যন্ত কেউ সাহস করে উঠতে পারেননি৷ বুকের পাটা ফুলিয়ে দাবি অবশ্য কয়েকজন করেছিলেন৷ কিন্তু, ফল হাতেনাতে পেয়েছেন তাঁরা৷ আজও পরিত্যক্ত চেন্নাইয়ের বাল্মীকি নগরের অ্যাপার্টমেন্ট নম্বর F-2৷

কিন্তু কী এমন হয়েছিল ১০ বছর আগে?  লোকে বলে, এক দশক আগে আত্মহত্যা করেছিল বাড়িওয়ালার মেয়ে৷ তারই আত্মা আজ পর্যন্ত রয়েছে ওই বাড়িতে৷ দিনের আলো পড়তেই নাকি অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বাড়িতে৷ কখনও জোরে কেউ দরজা পেটাতে থাকে, কখনও মাঝরাতে হঠাৎ করে কেউ চিৎকার করে ওঠে, কখনও বা কারও ফোঁপানোর শব্দ ভেসে আসে৷

এমনকী অভিশপ্ত ওই বাড়ির পাশ দিয়ে গেলে রহস্যজনকভাবে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না৷ আর এটা সবার ক্ষেত্রেই হয়৷ দিনের বেলা যদিও বা কেউ কেউ প্রয়োজনে ওই বাড়ির পাশ দিয়ে যান, সন্ধে নামার পর কেউ ছায়াও মাড়ান না৷ থাকে শুধু একজনই!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে