Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাসের অভিযোগে জাকিরের বিরুদ্ধে মামলার পথে কেন্দ্র

একইসঙ্গে জাকিরের সবকটি এনজিও-কে নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র৷

The Centre seems set to slap terror charges on Islamic tele-evangelist Zakir Naik
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 12:55 pm
  • Updated:June 16, 2022 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাকির নায়েকের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বিতর্কিত ইসলাম প্রচারক ও জনপ্রিয় টেলি-ব্যক্তিত্ব জাকির নায়েকের বিরুদ্ধে ৫০ জনেরও বেশি ব্যক্তিকে সন্ত্রাসবাদে অনুপ্রাণিত করা ও ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ বা আইআরএফ-এর ছাতার তলায় দেশবিরোধী কাজকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ আনছে কেন্দ্র৷

সরকারি সূত্রে খবর, জাকিরকে সাঁড়াশি চাপে ফেলতে দু’টি অ্যাকশন প্ল্যান ছকে ফেলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একদিকে যেমন জাকিরের বিরুদ্ধে ঢাকার গুলশন হামলায় অভিযুক্তদের অনুপ্রাণিত করার অভিযোগ আনা হচ্ছে, তেমনই, দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ফেসবুকের মতো প্রচারমাধ্যমে তাঁর বক্তব্যের সিডিও তৈরি করে ফেলেছেন গোয়েন্দারা৷ যেখানে জাকির বারবার মুসলিম যুবকদের হাতে অস্ত্র তুলে ‘কাফের’দের উপযুক্ত শাস্তি দিতে বলেছেন৷

Advertisement

আইনজীবীদের পরামর্শে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাকিরের বিতর্কিত বক্তব্যের সিডিকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে ‘আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট’ বা ইউএপিএ-র অধীনে মামলা দায়ের করতে চলেছে৷ জেহাদে উৎসাহিত করার অভিযোগে জাকির নায়েককে আটক করা হতে পারে৷ জাকিরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে ২০০৬ সালের ঔরঙ্গাবাদ অস্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ফিরোজ দেশমুখ, মুজাহিদিন জঙ্গি কাতিল আহমেদ সিদ্দিকি, আইএস রিক্রুটার আফশা জাবিন, মহম্মদ ওবাইদুল্লাহ খান, এনআইএ-র হাতে ধৃত আবু আনাস ও মহম্মদ নাফিস খান৷ তাদের প্রত্যেকের দাবি, জাকিরের বক্তব্যই তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিল৷ এখন স্বরাষ্ট্রমন্ত্রক ওই ধৃতদের বয়ান রেকর্ড করে জাকির নায়েককে ইউএপিএ-র অধীনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে আটক করতে চায়৷ একইসঙ্গে জাকিরের সবকটি এনজিও-কে নিষিদ্ধ ঘোষণা করতে চায় কেন্দ্র৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ