Advertisement
Advertisement

Breaking News

মহাত্মা গান্ধীকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল?

তাঁর নাম নিয়ে আলোচনাও হয়েছে বার পাঁচেক৷

The Nobel peace prize committee acknowledged that not awarding Mahatma Gandhi was an omission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 9:45 am
  • Updated:October 2, 2016 9:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচবার নোবেল কমিটি তাঁকে সম্ভাব্য নোবেল প্রাপক হিসেবে দেখেছিল৷ কিন্তু কোনওবারই তাঁর হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়নি৷ অথচ এমন কিছু ক্ষেত্রে নোবেল দেওয়া হয়েছিল, যা দেওয়া হয়তো উচিত ছিল না৷ আর তাই পরে নোবেল কমিটি স্বীকার করেছিল যে, মহাত্মাকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল৷

মানব সভ্যতার পক্ষে মঙ্গলজনক, এমন আবিষ্কারকে সম্মানিত করার ভাবনা থেকেই নোবেল পুরস্কারের সূচনা৷ কিন্তু নোবেলের ইতিহাসে দেখা গিয়েছে, বহুবার বহু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেমন ১৯১৮ সালে রসায়নবিদ হেবারকে নোবেল দেওয়া হয়৷ নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে কী করে অ্যামোনিয়া তৈরি করা যায় তা আবিষ্কার করেছিলেন তিনি৷ যা কৃষিক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগে বিপ্লব এনেছিল৷ কিন্তু পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধে গ্যাস অ্যাটাকের তদারকিও করেছিলেন তিনি৷ তাঁর এই ভূমিকার কথাটি মনে রাখা হয়নি৷ যেমন মনে রাখা হয়নি জোহনেস ফিবিগারের ভুলের কথা৷ ১৯২৬ সালে তিনি পান তাঁর ক্যানসার সম্পর্কিত আবিষ্কারের জন্য৷ কিন্তু তাঁর আবিষ্কারটি সঠিক ছিল না৷ এরকম ভুলের মতোই আর একটা ভুল সিদ্ধান্ত ছিল গান্ধীজিকে নোবেল না দেওয়া৷

Advertisement

অহিংসার যে মন্ত্র গান্ধীজি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছিলেন, যুদ্ধদীর্ণ পৃথিবীতে তা এক আবিষ্কারের থেকে কম কিছু নয়৷ সে জন্য শান্তি পুরস্কার তিনি পেতেই পারতেন৷ তাঁর নাম নিয়ে আলোচনাও হয়েছে বার পাঁচেক৷ কিন্তু পুরস্কার দেওয়া হয়নি৷ পরে নোবেল কমিটি এ ভুল স্বীকার করেছিল৷ তার প্রায়শ্চিত্তও করেছিল৷ গান্ধীজির তিরোধানের ৪১ বছর পর দলাই লামাকে সম্মানিত করার সময় গান্ধীজিকে বিশেষ সম্মান জানিয়েছিলেন নোবেল কমিটির চেয়ারম্যান৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ