Advertisement
Advertisement

Breaking News

এই দুই ব্যক্তিকেই জীবনের আদর্শ মনে করেন অভিনন্দন বর্তমান

জানুন তাঁদের পরিচয়৷

 The two role model in Abhinandan’s life
Published by: Tanujit Das
  • Posted:March 3, 2019 2:42 pm
  • Updated:March 3, 2019 2:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনার চোখে চোখ রেখে ক্ষিপ্রতার সঙ্গে তিনি বলেছিলেন, ‘আই অ্যাম নট সাপোসড টু টেল ইউ দিজ’৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে ভাইরাল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সেই ভিডিও৷ দেশবাসীর মুখে মুখে ঘুরছে এই লাইনটিও৷ শত্রুদেশের সেনা ক্যাম্পে দাঁড়িয়েও নিডর ছিলেন ভারত মাতার এই বীর সন্তান৷ ইতিমধ্যে অনেকেরই আদর্শ উঠেছেন তিনি৷ কিন্তু যাঁকে অনুপ্রেরণা মনে করতে শুরু করেছেন দেশবাসী, তাঁর জীবনের আদর্শ কারা? এই সহজ উত্তরটা দিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন গ্রুপ কমান্ডার টিকে সিংহ৷ পারিবারিক বন্ধু হিসাবে দীর্ঘদিন ধরেই বর্তমান পরিবারের সঙ্গে পরিচয় রয়েছে তাঁর৷ তিনি জানান, ছোট অভিনন্দনের জীবনের একমাত্র অনুপ্রেরণা হল তাঁর বাবা তথা প্রাক্তন এয়ার মার্শাল এস বর্তমান ও পেশায় চিকিৎসক মা, শোভা বর্তমান৷

[এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে ]

Advertisement

প্রাক্তন গ্রুপ কমান্ডার টিকে সিংহ জানান, ছোট থেকে নিজের বাবা-মা’কে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে দেখছেন অভিনন্দন৷ জানা গিয়েছে, ১৯৯৯-র কারগিল যুদ্ধের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাঁর বাবা এয়ার মার্শাল এস বর্তমান৷ গ্রুপ ক্যাপ্টেন হিসাবে দক্ষতার সঙ্গে ভারতীয় বায়ুসেনাকে নেতৃত্ব দেন তিনি৷ গোয়ালিয়রে অবস্থিত বায়ুসেনা ঘাঁটির চিফ অপারেশনাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন তিনি৷ ৩১টি মিরাজ ২০০০ যুদ্ধবিমানের দেখভালের দায়িত্ব ছিল তাঁর উপর৷ গত ২৬ ফেব্রুয়ারির অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় বায়ুসেনার প্রধান হাতিয়ার ছিল যে যুদ্ধবিমান৷ ইস্টার্ন এয়ার কমান্ডের শিলং বায়ুসেনা ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে অবসর গ্রহণ করেন তিনি৷

Advertisement

[‘I’m not supposed to tell you that’ কেন একথা বলেছিলেন অভিনন্দন?]

টিকে সিংহ আরও জানান, দেশ নিরপত্তায় যখন নিজের প্রাণকে বাজি রেখে শত্রুকে খতম করেছেন অভিনন্দনের বাবা৷ তখন মানুষের সেবার্থে তাঁর মা পৌঁছে গিয়েছেন দেশ-বিদেশের নানান প্রান্তে৷ প্রাকৃতিক দুর্যোগ হোক বা মহামারি অথবা যুদ্ধ, যখনই মানুষের হাহাকারের শব্দ ভেসে এসেছে, তখনই নিঃশব্দে সেখানে পৌঁছে গিয়েছেন চিকিৎসক শোভা বর্তমান৷ ভারতীয় বায়ুসেনার প্রাক্তন গ্রুপ কমান্ডার জানান, ইরান, ইরাক, আইভরি কোস্ট, পাপুয়া নিউগিনি, হাইতি ও নাইজেরিয়ায় দীর্ঘদিন দুঃস্থ মানুষের সেবার কাজ করেছেন অভিনন্দন বর্তমানের মা৷

[জওয়ানদের চোখে প্রতিশোধের আগুন, অশান্তি জারি কাশ্মীরে ]

শিলং বায়ুসেনা ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে যখন কর্মরত ছিলেন এস বর্তমান৷ তখন বায়ুসেনার মুখপাত্র পদে কর্মরত ছিলেন টিকে সিংহ৷ দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে বন্ধুত্বে পরিণত হয়েছিল তাঁদের সম্পর্ক৷ তিনি জানান, গত বুধবার পাক সেনার হাতে অভিনন্দনের বন্দি হওয়ার খবর পেতেই আঁতকে উঠেছিল প্রাণটা৷ শুক্রবার অভিনন্দন দেশে ফিরলে, মনে শান্তি ফিরে পান৷ চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ