Advertisement
Advertisement

‘ওঁরা বলছেন মোদি হটাও, আমি বলছি ভ্রষ্টাচার হটাও’

ভিড়ে ঠাসা লখনউয়ের জনসভায় কে মোদির নিশানায়?

They Say Remove Modi, I Say remove Corruption: PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2017 3:54 pm
  • Updated:January 2, 2017 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। নোট বাতিলের পর লখনউয়ের মাটিতে সোমবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাসিড টেস্ট। সেই পরীক্ষায় এদিন লেটার মার্কস পেয়েই উতরে গেলেন মোদি। ভিড়ে ঠাসা জনসভায় কী বললেন মোদি, পড়ুন তাঁর ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাস-

  • আমাদের হাই কম্যান্ড একমাত্র দেশের জনতা। মানুষের চেয়ে বড় আমাদের কাছে আর কেউ নেই

  • অন্যান্য দলগুলির চিন্তা কী করে পয়সা লুকাবে। ওরা পয়সা লুকাতে দূর দূরান্তের ব্যাঙ্কের খোঁজ করছে।
  • একটি দল রয়েছে, যারা ঘরের ছেলেকে গত ১৫ বছর ধরে প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু তাদের সেই চেষ্টা এখনও সফল হয়নি।

  • বিরোধীরা বলছেন মোদি হটাও। আমি বলছি, কালো টাকা হটাও। ওঁরা বলছেন, মোদি হটাও। আমি বলছি দুর্নীতি হটাও। এবার আপনি বলুন কাকে সরাতে চান?
  • সমস্ত জাতি-ধর্ম নির্বিশেষে উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য ভোট দিন।

  • বিএসপি ও এসপি-কে কখনও একসঙ্গে দেখেছেন? অথচ মোদি হটাও ডাক দিলে তারা একজোট।

  • দুঃখের বিষয়, উত্তরপ্রদেশের বর্তমান সরকার উন্নয়ন নিয়ে চিন্তিত নয়।
  • দলীয় রাজনীতি দলের অন্দরেই সীমাবদ্ধ থাকুক। জনতার উন্নয়নে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।
  • দেশের ভাগ্য বদলাতে উত্তরপ্রদেশের ভাগ্য বদলানো জরুরি।

  • অনেকে বলছেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপির ১৪ বছরের বনবাস শেষ হবে। কিন্তু আমি বলছি, বিজেপির বনবাস নয়, গত ১৪ বছর উত্তরপ্রদেশে উন্নয়ন বনবাসে গিয়েছে।
  • এই লখনউয়ের মাটি অটলজির কর্মভূমি। তাঁর মতো অনেক মহাপুরুষই এই পবিত্র মাটির জন্য যৌবনকে উৎসর্গ করেছেন।
  • যখন লোকসভা ভোটে লড়ছিলাম, তখনও দেশের কোথাও এত মানুষের সমাগম দেখিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement