BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মাত্র ৩ হাজার টাকা ঘুষ নেওয়ায় অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই, থানাতেই মৃত্যু কনস্টেবলের!

Published by: Kishore Ghosh |    Posted: March 19, 2023 2:09 pm|    Updated: March 19, 2023 3:07 pm

This Jammu and Kashmir Constable Dies Hours After CBI Arrest Over 3,000 Rupees Bribe | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন জম্মু-কাশ্মীরের (Jammu and  Kashmir) এক কনস্টেবেল। গ্রেপ্তার করে সিবিআই (CBI)। জেরা চলাকালীন জ্ঞান হারান ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার। মৃত ব্যক্তি হেড কনস্টেবল মুস্তাক আহমেদ। তিনি উপত্যকার বিল্লাওয়ারের বাসিন্দা। কাঠুয়ার মহিলা থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, সেখানে এক অভিযোগকারিণীর থেকে ৩ হাজার টাকা ঘুষ নিয়ে হাতেনাতে ধরা পড়ে যান। এরপরেই সিবিআই গ্রেপ্তার করে মুস্তাককে।

[আরও পড়ুন: গণতন্ত্রের বিপন্নতা তুলে ধরা দেশবিরোধিতা নয়, সংসদীয় কমিটির বৈঠকে সাফাই রাহুলের]

মহিলা থানারই একটি ঘরে বসিয়ে অভিযুক্তকে জেরা করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় হঠাৎই জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। যদিও সেখানে মুস্তাকের মৃত্যু হয়। এখন প্রশ্ন উঠছে, সিবিআই জেরার সময় কীভাবে মৃত্যু হল অভিযুক্তের?

[আরও পড়ুন: ‘পাঞ্জাবের ঘরে ঘরে ড্রাগস’, অমৃতপালকে ফাঁসানোর অভিযোগে বিস্ফোরক বাবা তারসেম]

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সদুত্তর দিতে পারেনি। কাঠুয়ার মহিলা থানার আধিকারিক কীরণ দেবী তাঁর থানার কনেস্টবল মুস্তাক আহমেদের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় মুস্তাকের। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে