Advertisement
Advertisement

সেনা-জনতা সংঘর্ষে হাত হারালেন কাশ্মীরের ‘চ্যাম্পিয়ন’

বিচ্ছিন্নতাবাদ শেষ করে দিল উজ্জ্বল কেরিয়ার৷

This J&K Volleyball Player’s Life Changed by clash between CRPF and separatist’s.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2016 1:29 pm
  • Updated:August 1, 2016 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন৷ ভলিবল কোর্টে এই নামেই ডাকা হত রইস আহমেদকে৷ কাশ্মীরের ২২ বছরের এই যুবক রাজ্যস্তরে তো খেলেইছেন, প্রতিভা প্রদর্শন করেছেন জাতীয়স্তরেও৷ আজ নিজের ডান হাত খুঁইয়ে পড়ে রয়েছেন শের-এ-কাশ্মীর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বেডে৷ সৌজন্যে সিআরপিএফ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ৷

আজও সেই দিনটার কথা ভাবলে শিউরে ওঠেন রইস৷ কে পক্ষে, কে বিপক্ষে জানতেনই না৷ পাকচক্রে পড়ে গিয়েছিলেন বিক্ষোভের মাঝে৷ কিছু বুঝে ওঠার আগেই কাঁদানে গ্যাসের শেলটা এসে লাগল সোজা ডান হাতে৷ লুটিয়ে পড়লেন রইস৷ ফিনকি দিয়ে বের হতে লাগল রক্ত৷ কতক্ষণ পড়েছিলেন জানেন না৷ শেষে ভাই ইকবাল এসে তাঁকে ভর্তি করায় হাসপাতালে৷

Advertisement

অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মাত্র ৫ পিন্ট রক্ত অবশিষ্ট ছিল তাঁর শরীরে৷ প্রথম অস্ত্রোপচারের পর প্রাণে বেঁচে গেলেও ডান হাতের মধ্যমাটি কাজ করছিল না৷ কিন্তু, তারপরেও পরীক্ষা করে দেখা যায় ডান হাতে রক্তসঞ্চালন হচ্ছে না রইসের৷ সেটি সম্পূর্ণ অকেজো হয়েছে গিয়েছে এবং সেখান থেকে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অগত্যা পুরো ডানহাতটিই বাদ দিতে হয় কাশ্মীরের জাতীয়স্তরের ভলিবল খেলোয়াড়ের৷

Advertisement

নিজের হাতের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন এখন ২২ বছরের যুবকের মাথায় ঘুরছে৷ আসলে যুদ্ধটা ছিল কিসের? যার জন্য তাঁকে শাস্তি পেতে হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ