Advertisement
Advertisement

আস্ত ছাগল গিলে এ কী অবস্থা হল পাইথনের! দেখুন ভিডিও

নিষ্ঠুরতার অভিযোগে সরব পশুপ্রেমীরা৷

This python gobbled a goat and this is what happened
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2017 10:10 am
  • Updated:June 17, 2017 10:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সাপের ছুঁচো গেলার দশা৷  শোনা যায়, সাপ যদি কখনও  ছুঁচো খেয়ে ফেলে, তাহলে নাকি সে ছুঁচোটি না পারে মুখ থেকে বের করে দিতে, না পারে গিলে নিতে৷ অনেকটা সেরকমই দশা হয়েছিল প্রায় ১৫ ফুট লম্বা একটি পাইথনেরও৷  ক্ষিদের জ্বালায় একটি আস্ত ছাগলকে গিলে ফেলেছিল সে৷ তারপর পেট ফুলে-ফেঁপে একসা কাণ্ড৷ চলাফেরাই করতে পারছিল না পাইথনটি৷ শেষপর্যন্ত  গ্রামবাসীরাই পাইথনটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন৷ ঘটনাটি ঘটেছে  অসমে৷ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে৷

অসমের জঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রাম বাইহাটা চারিআলি৷ সেই জঙ্গল থেকে বেরিয়ে কখন যে গ্রামে ঢুকে পড়েছিল ১৫ ফুট লম্বা পাইথনটি, তা টেরই পাননি গ্রামবাসীরা৷ গ্রামে ঢুকে ক্ষিদের জ্বালায় আস্ত একটি ছাগল খেলে ফেলে সাপটি৷ ভিডিওয় দেখা গিয়েছে,  পেট ফুলে ঢোল, মাঠের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে পাইথনটি৷ নড়াচড়া ক্ষমতাও নেই৷ পাইথনটিকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা এবং সেটি দড়ি দিয়ে বাঁধা হচ্ছে৷  জানা গিয়েছে, পাইথনটিকে দড়ি দিয়ে টানতে টানতে বন দপ্তরের অফিসে নিয়ে যান গ্রামবাসীরা৷ আর এই ভিডিওটি  সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন পশুপ্রেমীরা৷ তাঁদের অভিযোগ, অসুস্থ পাইথনটির সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে৷

 

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ