Advertisement
Advertisement

উরিতে ‘কাপুরুষোচিত’ হামলার মূলচক্রীদের শাস্তি হবেই, হুঁশিয়ারি মোদির

হামলা নিয়ে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রীও৷ সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন তিনি৷

Those behind this uri attack will not go unpunished, Says PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 4:53 pm
  • Updated:September 18, 2016 4:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হানায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জন জওয়ানের৷ আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি৷ এই পরিস্থিতিতেই হামলাকারীদের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদি৷ জানালেন, এই কাপুরুষোচিত হামলা যারা করেছে, তাদের শাস্তি হবেই৷

রবিবার ভোররাতে উরির সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা৷ ঘুমন্ত ভারতীয় সেনাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড৷ বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন জওয়ান৷ পরিকল্পিতভাবেই হামলার সময় হিসেবে বেছে নেওয়া হয়েছিল সেনাদের দায়িত্ব পরিবর্তনের সময়টিকে৷ পাল্টা জবাব দিয়ে ওই চার জঙ্গিকেও খতম করেছে ভারতীয় সেনা৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “গোটা দেশকে আমি আশ্বস্ত করছি, এই হামলার পিছনে যারা আছে, তাদের শাস্তি হবেই৷”  উরির জঙ্গি হানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রধানমন্ত্রী৷ উরির আক্রমণের কারণেই এদিন বিদেশ সফর বাতিল করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর নেতৃত্বে হয় উচ্চ পর্যায়ের বৈঠক৷ এদিকে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান কাশ্মীরে৷

Advertisement

উরির হামলা নিয়ে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রীও৷ সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন তিনি৷ কারণ যেরকম পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে তাতে জঙ্গিদের প্রশিক্ষণের ছাপ স্পষ্ট৷ কাশ্মীরে নতুন করে নাশকতা তৈরি করতে পাকিস্তান যে এই হামলা করেছে, অভিযোগ এমনটাই৷ জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের ক্রমাগত ইন্ধন দেওয়া নিয়ে এদিন নিজের ক্ষোভ গোপন রাখতে পারেননি তিনি৷ পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেই এদিন টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

আপাতত উরির পরিস্থিতি সেনার নিয়ন্ত্রণেই৷ আরও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা জানতেই চলছে চিরুনি তল্লাশি৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement