Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘যারা ৫২ বছর তেরঙ্গা উত্তোলন করেনি…’ গেরুয়া শিবিরকে আক্রমণ রাহুল গান্ধীর

‘হর ঘর তেরঙ্গা’ নিয়ে আক্রমণাত্মক কংগ্রেস নেতা।

Those running 'Har Ghar Tiranga' campaign, did not hoist the tricolor for 52 years, says Rahul Gandhi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2022 1:53 pm
  • Updated:August 4, 2022 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ৫২ বছর ধরে তেরঙ্গা ওড়ায়নি, তারা যে সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক। এভাবেই গেরুয়া শিবিরকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gahndhi)। স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। মঙ্গলবারই ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) প্রোফাইল ছবিতে তেরঙ্গা দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ার ডিসপ্লে পিকচারে ত্রিবর্ণরঞ্জিত পতাকার ছবি দেওয়ার পাশাপাশি সকলকে নিজেদের বাড়িতে তেরঙ্গা ওড়ানোর আরজিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই লাগাতার গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন রাহুল গান্ধী।

Advertisement

[আরও পড়ুন: কীভাবে বিপুল সম্পত্তির মালিক? এবার নজরে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ারের লকার]

গতকালই রাহুল নিজের সোশ্যাল মিডিয়ার ডিপিতে পতাকার ছবি যুক্ত করেছেন। কিন্তু সেই পতাকা দেখা গিয়েছে জওহরলাল নেহরুর হাতে। এই সূক্ষ্ম খোঁচার পরদিনই তাঁকে এমন সরাসরি আক্রমণ করতে দেখা গেল। তিনি তাঁর কর্ণাটকের খাদি গ্রামে যাওয়ার প্রসঙ্গে লিখেছেন, ”কর্ণাটক খাদি গ্রাম শিল্পের সমস্ত সহকর্মীদের সাথে দেখা করে খুব আনন্দ হল। ইতিহাস সাক্ষী যারা ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান চালাচ্ছেন তাদের জন্ম দেশবিরোধী সংগঠন থেকে, যারা ৫২ বছর ধরে তেরঙ্গা তোলেনি। স্বাধীনতা সংগ্রাম থেকে তারা কংগ্রেস দলকে তখনও থামাতে পারেনি এবং আজও থামাতে পারবে না।” রাহুল নাম না নিলেও পরিষ্কার, তিনি আরএসএসের কথাই বলতে চেয়েছেন।

এর আগেও রাহুল এই ধরনের খোঁচা দিয়েছিলেন কেন্দ্রকে। টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছিল, ”যারা ৫২ বছর ধরে তেরঙ্গা উত্তোলন করেনি, তারা সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক। তরুণদের সেনায় নাম লেখানোর প্যাশন থাকে। তারা চৌকিদার হয়ে বিজেপির অফিস পাহারা দিতে আগ্রহী নয়। দেশকে রক্ষা করাই তাদের স্বপ্ন। প্রধানমন্ত্রীর নিস্তব্ধতা এই অসম্মানে সিলমোহর।” ‘অগ্নিপথ প্রকল্প’ নিয়ে বিতর্কের সময়ই সেবার এই পোস্ট করেছিলেন তিনি। আর তাতেও ৫২ বছর ধরে তেরঙ্গা না উত্তোলন করার বিষয়টি উত্থাপিত হয়েছিল।

ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়েও বৃহস্পতিবার রাহুল আক্রমণ করেছেন বিজেপিকে। ওই সংবাদপত্রের অফিসে ইডি হামলার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, ”আমরা ভয় পাই না। বিজেপি যা খুশি করুক। আমি দেশকে রক্ষা করার কাজ করে যাব। গণতন্ত্র ও সৌভ্রাতৃত্বকে রক্ষা করব।”

[আরও পড়ুন: শ্রাবণের অর্ধেক পার, ভ্যাপসা গরমে নাজেহাল, কবে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ