Advertisement
Advertisement

Breaking News

Vande Bharat

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু তিন বছরের শিশুর, ছড়াল তীব্র চাঞ্চল্য

বাবার পিছু নিয়ে রেল লাইন পার হচ্ছিল ওই খুদে।

Three-year-old girl dies after being hit by Vande Bharat Express | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 28, 2022 11:31 am
  • Updated:December 28, 2022 12:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গবাদি পশুর ধাক্কায় একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। অল্পের জন্য এড়ানো গিয়েছে দুর্ঘটনা। আর এবার এই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন বছরের এক শিশুকন্যার। মঙ্গলবার পাঞ্জাবের রোপার এলাকায় কিরাতপুর সাহিবের কাছে এই ঘটনা ঘটতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।

রেল সূত্রে খবর, হিমাচলের উনা থেকে নয়াদিল্লি রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পাঞ্জাবের রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বাবার পিছু নিয়ে রেল লাইন পার হচ্ছিল ওই খুদে। কিন্তু বাবা পেরিয়ে গেলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। বাবা জানতেনই না তাঁর পিছন পিছন আসছিল মেয়ে। আর তখনই দ্রুত গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায় বন্দে ভারত। বেঘোরে প্রাণ হারায় একরত্তি।

Advertisement

[আরও পড়ুন: ‘RSS সম্পর্কে তোমার জ্ঞান দেখে দারুণ লাগছে’, স্ত্রীকে সমর্থন করে কটাক্ষের শিকার জাদেজা]

গত নভেম্বরে গুজরাটের আনন্দ এলাকার কাছে এই বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কাতেই প্রাণ হারিয়েছিলেন এক মহিলা। গান্ধীনগর ক্যাপিটাল থেকে মুম্বই সেন্ট্রালের দিকে যাচ্ছিল ট্রেনটি। এবার মোদির সাধের হাইস্পিড ট্রেনটির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে, উনা থেকে নয়াদিল্লি যাওয়ার সময় দু’ঘন্টা কমানো হয়েছে। ওই রুটে সপ্তাহে মোট ৬দিন চলে এই ট্রেন।

Advertisement

প্রসঙ্গত, যাত্রা শুরুর পর থেকেই দুর্ঘটনার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। কখনও গবাদি পশুর ধাক্কায় বিকল হয়েছে ইঞ্জিন তো কখনও এই ট্রেনকে পড়তে হয়েছে অবরোধের মুখে। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে যাত্রা শুরু করেছে এই ট্রেন। আগামী ৩০ ডিসেম্বর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, দ্রুত গতির ট্রেনটি বাংলায় সফর শুরু করবে। যার উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে যাতায়াত করবে ট্রেনটি। সময় লাগবে আট ঘণ্টা।

[আরও পড়ুন: রাজনীতির শিকার রোনাল্ডো! বিশ্বকাপে CR7-কে বসিয়ে রাখা নিয়ে বিস্ফোরক তুরস্কের প্রেসিডেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ