Advertisement
Advertisement

Breaking News

PM Modi

করোনার প্রকোপ কাটেনি, আরও ৬ মাস বিনামূল্যে রেশন দিক কেন্দ্র, মোদিকে চিঠি সৌগতর

প্রধানমন্ত্রীকে মানবিকভাবে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন সৌগত রায়।

TMC MP Sougata Roy writes to PM Modi to extend Center's PMGKY for 6 more months | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 7, 2021 12:15 pm
  • Updated:November 7, 2021 12:19 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKY) বন্ধ করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। কিন্তু মহামারীর প্রকোপ এখনও কাটেনি। বহু মানুষের হাতে কাজ নেই। ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি। আর তাই আরও ছ’মাস এই প্রকল্প চালিয়ে যাওয়ার অনুরোধ করল তৃণমূল (TMC)। আরও ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়ার আরজি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

চিঠিতে তাঁর আরজি, “করোনায় বিধ্বস্ত গোটা দেশ। কয়েকটি এলাকায় তো ফের কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। এমন পরিস্থিতে ৩০ নভেম্বরের পরও বিনামূল্যে রেশন দেওয়া হোক। আরও ছ’মাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কার্যকর থাকুক। দেশের বহু মানুষ এৎ উপকার পাবেন।” প্রধানমন্ত্রীকে মানবিকভাবে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন সৌগত রায়।

Advertisement

[আরও পড়ুন: পেট্রল-ডিজেলের শুল্ক কমিয়েছে কেন্দ্র, কোন পথে হাঁটবে রাজ্য?]

সৌগত রায়ের লেখা চিঠি।

উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রের খাদ‌্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, ৩০ নভেম্বরের পরও বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন‌্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কেন্দ্রের খোলা বাজারে বিক্রয় প্রকল্প (OMSS) নীতির জন‌্য খোলাবাজারে খাদ‌্যশস‌্য ভাল বিক্রির কারণে প্রধানমন্ত্রীর গরিব কল‌্যাণ যোজনায় (Pradhan Mantri Garib kalyan Anna Yojona) আর বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে আসেনি। এদিন পাণ্ডে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের ওএমএসএস নীতিতে এবার খোলাবাজারে খাদ‌্যশস্য বিক্রিও ব‌্যতিক্রমীভাবে ভাল। সে কারণে প্রধানমন্ত্রীর গরিব কল‌্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই।”

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালের করিডোরে বাজি পোড়াতে ব্যস্ত ডাক্তার-নার্সরা, বেঘোরে মৃত্যু রোগীর]

এর পরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, করোনার প্রকোপে কর্মচ্যুত হয়েছেন বহু মানুষ। ব্যবসার মন্দা এখনও কাটেনি। ফলে আমজনতার অর্থনৈতির হাল এখনও বেহাল। আর তাই আরও কিছুদিন বিনামূল্য রেশন বিলি করুক কেন্দ্র। সেই আরজি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ