Advertisement
Advertisement

Breaking News

বিজেপিকে রুখতে সপা-কংগ্রেস জোটে বিএসপিও!

উত্তরপ্রদেশের ফলের দিকে তাকিয়ে দেশ৷ তার আগে আপনি দেখে নিন বুথফেরত সমীক্ষার হাল৷

To stem Modi wave, arch rival Akilesh Yadav to Hold Mayavati's hand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 10:45 am
  • Updated:March 10, 2017 10:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে রুখতে উত্তরপ্রদেশে কি মহাজোট? সাইকেল, হাতি আর হাত কি মিলে যাবে?  মোদিকে রুখতে সপার পর এবার বসপার তরফেও মিলল জোটের ইঙ্গিত৷ এদিকে বিজেপি জানাল, জোড়াতালি দিয়ে কোথাও কোনও সরকার গড়ার মানেই হয়না৷ ফল বেরোনোর আগেই তরজা উত্তরপ্রদেশে৷ ভোট গণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ তার আগ‌েই তামাম বুথফেরত সমীক্ষা দাবি করেছে, উত্তরপ্রদেশে ফুটতে চলেছে ‘পদ্ম’৷ অনেকেই বলছেন গো বলয়ের বৃহত্তম এই রাজ্যে একাই সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে চলেছেন মোদি-অমিত শাহরা৷

স্ত্রীর এই আকুল প্রার্থনাতেও মন গলেনি পুলওয়ামার নিহত জঙ্গির

Advertisement

এরপরই বহেনজি মায়াবতীর সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দেওয়া হয় অখিলেশ যাদবের তরফে৷ বিবিসি হিন্দির তরফে ফেসবুক লাইভে সেই ইঙ্গিত দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ সমাজবাদী পার্টির (সপা) তরফে সাফ কথা, “কেউ রাষ্ট্রপতি শাসন চায় না৷ বিজেপিকে যে কোনও মূল্যে আটকাতে হবে৷” সমীক্ষায় উত্তরপ্রদেশের ফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা৷ এবার বসপার তরফেও সুর নরমের ইঙ্গিত৷ বহুজন সমাজ পার্টি (বসপা) সূত্রে দাবি, এখনও মহাজোট নিয়ে কিছু ভাবা হয়নি৷ ভোটের ফল বেরোনোর পর দেখা যাবে৷ তবে বিজেপিকে যে কোনও মূল্যে আটকাতে চান তারাও৷

Advertisement

Exit-poll-UP

২ শতাংশ করের সিদ্ধান্ত প্রত্যাহার করল পেটিএম

ভোটের ফল ঘোষণা হওয়ার আগেই লড়াই হতে চলেছে দ্বিমুখী৷ বসপা, সপা-কংগ্রেস জোট বনাম বিজেপি৷ বিদায়ী মুখ্যমন্ত্রী অখিলেশ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মায়াবতীর সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিয়ে বলেন, বিজেপি’র ক্ষমতায় আসা রুখতে মরিয়া তাঁরা৷ তাই বিজেপি বিরোধী যে কোনও ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট গঠনে রাজি তাঁরা৷ তাহলে কি মায়াবতীর সঙ্গে জোট গড়তে চলেছেন অখিলেশ অ্যান্ড কোম্পানি? জল্পনা উসকে দিয়েছেন অখিলেশ স্বয়ং৷ ভোটের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি৷ এবার একই পথে হাঁটল বসপাও৷ কাজেই বিহারের পর এবার উত্তরপ্রদেশের রাজনীতিও প্রমাণ করে দিতে পারে রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বা মিত্রতা বলে কিছুই হয়না৷ বিজেপিকে আটকাতে এটি অখিলেশের প্ল্যান বি৷ এককালের সাপে-নেউলের সম্পর্কের দুটি দলও এভাবে মিলে যাচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে বিজেপির সিদ্ধার্থনাথ সিং দাবি করেন, “অখিলেশ নির্বাচনে জয় নিয়ে সংশয়ে৷ আতঙ্কে রয়েছেন তিনি৷” তবে ভোট জয় নিয়ে রীতিমতো আশাবাদী বিজেপি৷

ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ