Advertisement
Advertisement

Breaking News

জলে ভাসল গুরু গ্রন্থসাহিবের পাতা, উত্তেজনা জলন্ধরে

গ্রন্থসাহিবের পাতাগুলি তুলে স্থানীয় একটি গুরুদ্বারে রাখা হয়েছে৷

torn-pages-of-guru-granth-sahib-found-floating-in-canal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 12:11 pm
  • Updated:September 25, 2016 12:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিবের বেশ কয়েকটি ছেঁড়া পাতা উদ্ধার হল একটি খাল থেকে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিখ ধর্মাবলম্বীদের মধ্যে৷

পুলিশ সূত্রে খবর, জলন্ধরের বস্তি শেখ এলাকার এক খালে পবিত্র ধর্মগ্রন্থের কয়েকটি ছেঁড়া পাতা ভাসতে দেখা যায়৷ কী করে তা খালে এল সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নয় পুলিশ৷ এক ভক্ত গুরুদ্বার থেকে প্রার্থনা সেরে ফেরার সময় আচমকাই সেগুলি দেখতে পান৷  তিনি নিজেও সেগুলি উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন৷ খবর পেয়ে বহু মানুষ জড়ো হন৷ খুঁজতে খুঁজতে বেশ কিছু সংখ্যক পাতা উদ্ধার হয়৷ স্বভাবতই ব্যাপক উত্তেজনা ছড়ায় শিখ ধর্মাবলম্বীদের মধ্যে৷ বেশ কয়েকটি সংগঠন তখনই প্রতিবাদে সরব হয়ে ওঠে৷ কোনও গুরুদ্বার থেকে গ্রন্থসাহিব চুরি হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷  আপাতত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷

Advertisement

গ্রন্থসাহিবের পাতাগুলি তুলে স্থানীয় একটি গুরুদ্বারে রাখা হয়েছে৷ তবে ঘটনার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে জলন্ধর শহর জুড়ে৷ পবিত্র ধর্মগ্রন্থের প্রতি আবেগের কথা মাথায় রেখেই বিক্ষোভ ছড়াতে পারে বলে অনুমান৷ তবে তা যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে, সে কারণে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ