Advertisement
Advertisement
Uttarakhand

উত্তরাখণ্ডে ভয়ংকর ট্রান্সফর্মার বিস্ফোরণ, মৃত্যু অন্তত ১৫ জনের, আহত বহু

মৃতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সাব-ইন্সপেক্টর এবং পাঁচজন হোম গার্ড।

Transformer explodes on river bank in Chamoli, several feared dead | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 19, 2023 1:30 pm
  • Updated:July 19, 2023 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত উত্তরাখণ্ডের চামোলিতে ভয়ংকর ট্রান্সফর্মার বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৫ জনের। আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

চামোলিতে অলকানন্দা নদীর ধারে নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলছিল। আজ, বুধবার সেখানেই একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। সেই সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। মৃতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সাব-ইন্সপেক্টর এবং পাঁচজন হোম গার্ড। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই।

Advertisement

[আরও পড়ুন: সিবিআইয়ের আবেদন মঞ্জুর, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যপালের]

উত্তরাখণ্ডে (Uttarakhand) পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ভি মুরুগেসন জানান, “এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটায় প্রবল বৃষ্টিতে নদীর ধারের ওই রেলিংটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। আর তার সংস্পর্শে আসতেই প্রাণ হারান ১৫ জন। তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।”

গোটা ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। জেলা প্রশাসন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আহতদের হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কীভাবে নমামি গঙ্গে প্রকল্পে ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটল, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনিও ঘটনাস্থলে যেতে পারেন বলে খবর।

[আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চে ফের নচিকেতা, কবীর সুমনকেও আমন্ত্রণ জানালেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ