Advertisement
Advertisement

ভারতকে সঙ্গে নিয়ে বঙ্গোপসাগরে শুরু হল বৃহত্তম ত্রিদেশীয় নৌমহড়া

চিনকে চাপে রাখতে মোক্ষম চাল ভারতের।

Tri-nation Malabar Naval Exercise In Bay Of Bengal Begins

চিনকে চাপে রাখতে মোক্ষম চাল ভারতের।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2017 11:25 am
  • Updated:July 10, 2017 11:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিম সীমান্তে চিনা সেনার সঙ্গে টানটান উত্তেজক পরিস্থিতির মধ্যেই আমেরিকা, জাপান ও ভারতীয় নৌসেনার যৌথ উদ্যোগে মালাবার নৌমহড়া শুরু হল সোমবার থেকে। তিন দেশের মধ্যে আরও নিবিড় সামরিক সহযোগিতা গড়ে তুলতেই বঙ্গোপসাগরের বুকে এই মহড়া বলে জানানো হয়েছে ভারতীয় নৌসেনা সূত্রে।

এই মহড়ায় অংশ নিচ্ছে মার্কিন রণতরী নিমিৎজ, গাইডেড মিসাইল ক্রুজ ইউএসএস প্রিন্সটন (সিজি৫৯), গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হাওয়ার্ড, ইউএসএস শাউপ ও ইউএসএস কিড। রয়েছে একটি পোসেইডন পি-৮এ এয়ারক্রাফট ও লস অ্যাঞ্জেলস ফাস্ট অ্যাটাক সাবমেরিন। জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স শিপ জেএস ইজুমো, জেএস সাজানামির সঙ্গে এই মহড়ায় দেখা মিলবে ভারতীয় রণতরী জলঅশ্ব ও আইএনএস বিক্রমাদিত্যর।

Advertisement

মহড়ার ২১-তম বছরে  নজরদারি, হামলা ও আঘাত সহ্য করে পাল্টা হামলার জন্য প্রয়োজনীয় রণকৌশল আদানপ্রদান করবে অংশগ্রহণকারী তিন দেশ। একই সঙ্গে সাবমেরিনের রণকৌশল, প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, আপৎকালীন পরিস্থিতিতে আহতদের চিকিৎসা কীভাবে করতে হবে, সেই সব নিয়েও তিন দেশ একের অপরকে সাহায্য করবে। কেউ আটকে পড়লে কীভাবে তাঁকে উদ্ধার করতে হবে, সেটাও হাতেকলমে দেখানো হবে এই মহড়ায়। সামুদ্রিক পরিবেশে আমেরিকা, ভারত ও জাপান তিন দেশই একে অপরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো-এশিয়া প্যাসিফিক অপারেশনের সদস্য তিন মিত্র রাষ্ট্রই সামরিক ও ব্যক্তিগত স্তরে গভীর বন্ধু বলে এক যৌথ প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement