Advertisement
Advertisement

শিক্ষকের চাপে প্রেমিকার হাত থেকে রাখি, মরণঝাঁপ স্কুল ছাত্রের

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের৷  

Tripura: Student forced to wear Rakhi by teacher jumps from building
Published by: Subhamay Mandal
  • Posted:August 29, 2018 1:51 pm
  • Updated:August 29, 2018 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই দেশজুড়ে পালিত হল রাখিবন্ধন উৎসব৷ মঙ্গল কামনায় ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন বোনেরা৷ মিষ্টিমুখ, উপহার আদান প্রদানের রীতিতে মেতে উঠেছিল গোটা দেশ৷ কিন্তু ওই রাখিবন্ধন উৎসবই এক ছাত্রের জীবনে বয়ে আনল বিষাদ৷ পরিণতি হিসাবে আত্মহত্যারও চেষ্টা করে সে৷ আপাতত হাসপাতালের বেডে শুয়েই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছাত্রটি৷

[বাম বুদ্ধিজীবীদের গ্রেপ্তারিতে তুঙ্গে রাজনীতি, রাহুলকে পালটা আক্রমণ বিজেপির়়]

ত্রিপুরার আগরতলার এক স্কুলে সোমবার রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ দিলীপ কুমার সাহা নামে এক ছাত্রও ওই অনুষ্ঠানে যোগ দেয়৷ হাতে রাখি বাঁধা ও উপহার আদানপ্রদানের মধ্যে দিয়ে দিব্যি এগোচ্ছিল অনুষ্ঠান৷ সেই সময় উপস্থিত ছিলেন এক শিক্ষকও৷ কিন্তু মাঝেই ঘটল বিপত্তি৷ ছাত্র দিলীপকে রাখি বাঁধতে ডাকা হয় ওই স্কুলেরই আরেক ছাত্রীকে৷ তবে ওই কিশোরীর থেকে রাখি বাঁধতে অস্বীকার করে সে৷ কিশোরীও দিলীপকে রাখি বাঁধতে অস্বীকার করে৷ দুজনের মতামতের কোনও গুরুত্ব দেননি শিক্ষক৷ ওই কিশোরীকে দিলীপের হাতে রাখি বাঁধতে জোর করেন তিনি৷ কিছুক্ষণ বাদানুবাদ চলার পর বাধ্য হয়েই কিশোরী দিলীপের হাতে রাখি বেঁধে দেয়৷ চকোলেট খাইয়ে, উপহারও আদানপ্রদান করে দুজনে৷ এরপরই ক্লাস ছেড়ে বেরিয়ে যায় দিলীপ৷ দিলীপ কোথায় গেল, সে বিষয়ে কোনও খোঁজখবরই নেয়নি কেউ৷ অনুষ্ঠান চলাকালীনই আচমকা হইহই শুরু হয়ে যায়৷ সবাই শুনতে পান তিনতলা থেকে নিচে লাফ দিয়েছে কেউ৷ নিচে গিয়ে সকলেই দিলীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ তড়িঘড়ি দিলীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দিলীপের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ হাত ও পা ভেঙে গিয়েছে তার৷ মাথাতেও গভীর ক্ষতচিহ্ন রয়েছে৷

Advertisement

[পথদুর্ঘটনায় মৃত্যু প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ নন্দমুরি হরিকৃষ্ণর]

দিলীপের বন্ধুবান্ধবদের দাবি, ওই কিশোরীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল স্কুল ছাত্র৷ সেকথা জানতেন ওই শিক্ষকও৷ তা সত্ত্বেও ওই কিশোরীকে দিয়ে জোর করে রাখি বাঁধানোর জেরেই দিলীপ এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে৷ ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছে দিলীপ বাড়ির লোকজন৷ থানা ও স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা৷ স্কুলের তরফেও ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ