Advertisement
Advertisement

Breaking News

প্রকৃত ভারতীয়র পাকিস্তানকে বয়কট করা উচিত, মত শিবসেনা নেতার

প্রতিবেশী দেশের প্রতি শুধুমাত্র রাগ নামক অনুভূতি রাখা উচিত, মনে করেন সঞ্জয় রাউত৷

True Indian Should Boycott Pakistan, Says Shiv Sena leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2017 12:13 pm
  • Updated:December 30, 2019 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিকারের ভারতীয় হলে পাকিস্তানকে বয়কট করা উচিত৷ প্রতিবেশী দেশের প্রতি শুধুমাত্র রাগ নামক অনুভূতি রাখা উচিত৷ মঙ্গলবার এই মন্তব্য করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷

[রাজ্যে বিষমদের বলি ৮, অসুস্থ আরও ৬]

Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এমনিতেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে৷ কাশ্মীর নিয়েও দুই তরজা অব্যাহত৷ এর মধ্যে ক’দিন আগেই করাচিতে দুই ভারতীয় মৌলবীর নিখোঁজ নিয়ে তোলপাড় ওঠে৷ ধর্মীয় কারণে পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে যান দিল্লির হজরত নিজামউদ্দিন দরগার প্রধান ইমাম সইদ আসিফ আলি নিজামি (৮০) এবং তাঁর ভাইপো নাজিম নিজামি (৬০)৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পরিস্থিতি সামাল দেন৷ মূলত তাঁর উদ্যোগেই ফিরে আসেন দুই মৌলবী৷ আসার পর তাঁরা জানান, চর সন্দেহে তাঁদের জেরা করেছিল পাক গোয়েন্দারা৷

Advertisement

[পাকিস্তানে অত্যাচারিত ভারতীয় মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সুষমা স্বরাজ]

সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সঞ্জয় রাউত জানান, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখার প্রয়োজন নেই৷ সেই দেশের যাওয়ারই বা কী প্রয়োজন? প্রকৃত ভারতীয় হলে পাকিস্তানের প্রতি শুধুমাত্র রাগ থাকা উচিত বলেই মনে করেন তিনি৷

[‘মেগা ড্যাম’ প্রকল্পে আতঙ্কিত পাকিস্তান এবার দিল্লির দরবারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ