পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মুম্বইয়ের হাজি আলি দরগায় ঢুকে প্রার্থনা সারলেন ভূমাতা রণরাগিণী ব্রিগেডের (বিআরবি) নেত্রী ত্রুপ্তি দেশাই। দেশাই এদিন তাঁর কয়েকজন অনুগামীকে নিয়ে দরগায় প্রবেশ করেন। সঙ্গে ছিল কড়া পুলিশি প্রহরা। অবশ্য দরগার মূল অংশে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দীর্ঘ ছয় দশক পর মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে প্রবেশাধিকার পেয়েছেন মহিলারা। সেই আন্দোলনের মূল কাণ্ডারী ছিলেন ত্রুপ্তি দেশাই। গত ২০ এপ্রিল থেকে তিনি “হাজি আলি ফর অল” নামে একটি প্রচার অভিযান শুরু করেন। দিন কয়েক আগে তৃপ্তি দেশাই ঘোষণা করেন, বৃহস্পতিবার তিনি হাজি আলিতে প্রবেশ করে মাজার ছোঁবেন। নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েও আন্দোলন থেকে পিছিয়ে আসেননি তিনি।
আজ ভোর ছ’টায় দরগায় প্রবেশ করেন ত্রুপ্তি। মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার দেভেন ভারতী জানিয়েছেন, বুধবারই ত্রুপ্তি পুলিশকে জানিয়ে রেখেছিলেন তিনি দরগায় ঢুকবেন। সেই মোতাবেক আজ ভোর থেকেই আগাম পুলিশি প্রহরার বন্দোবস্ত ছিল দরগার মূল ফটকের সামনে। ত্রুপ্তির সঙ্গে বহু সমর্থক উপস্থিত থাকলেও দরগায় প্রবেশ করেছেন মাত্র তিনজন।
দরগায় প্রার্থনা সেরে ত্রুপ্তি বাইরে এসে সাংবাদিকদের জানিয়েছেন, দরগার ট্রাস্টিদের ১৫ দিন সময় দেওয়া হল। তার মধ্যে মহিলাদের প্রবেশাধিকার না দিলে তিনি বৃহত্তর আন্দোলনে নামবেন।