Advertisement
Advertisement

Breaking News

Zigana

আতিক খুনে পাক যোগ! পড়শি দেশ থেকে আসা পিস্তলের বিশেষত্ব চমকে দেওয়ার মতো

একটি 'জিগানা' পিস্তলের দাম ৫-৬ লক্ষ টাকা।

Turkish Pistol Zigana Used to Kill Atiq Ahmed in Up | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 16, 2023 8:52 pm
  • Updated:April 16, 2023 8:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক নিরাপত্তা বলয়কে অর্থহীন প্রমাণ করেছে দুষ্কৃতীরা। পুলিশের সামনে সাংবাদিকদের ভিড়ের মধ্যে খুন হয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমদ (Atiq Ahmed)। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় আতিক ও তাঁর ভাই আশরাফকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। যার পর যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আবিশ্বাস্য কাণ্ডে হতবাক গোটা ভারত। তদন্ত সূত্রে জানা গিয়েছে, আতিক হত্যায় কার্যকারী ভূমিকা নিয়েছে তুরস্কে তৈরি অত্যাধুনিক পিস্তল। যা ভারতে নিষিদ্ধ। তাহলে অপরাধীদের হাতে এল কীভাবে?

জানা গিয়েছে, তুরস্কে তৈরি হওয়া স্বয়ংক্রিয় পিস্তলটির নাম ‘জিগানা’। ভারতে নিষিদ্ধ হলেও ঘুরপথে তা ঠিকই চলে আসে দুষ্কৃতীদের কাছে। নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্রবাজার।প্রথমে তুরস্ক থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে পাকিস্তানে যায় ‘জিগানা’। এরপর পাক বর্ডার ডিঙিয়ে তা ভারতে ঢোকে ড্রোনের মাধ্যমে। পরের ঘটনা হল ‘ফেলো কড়ি মাখো তেল’। লাইসেন্সের বালই নেই। অপরাধ জগতে লাইসেন্সের প্রশ্নই বা উঠবে কেন!

Advertisement

[আরও পড়ুন: জঙ্গলে জলের কষ্ট, ওড়িশায় অসহনীয় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হাতির!]

একটি ‘জিগানা’ পিস্তলের দাম ৫-৬ লক্ষ টাকা। একবারে ম্যাগাজিনে ভরা যায় ১৭টি বুলেট। তবে আসল খেলা পিস্তলের আশ্চর্য স্বয়ংক্রিয়তায়। একবার ট্রিগার মাউন্ট করা হলে পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। কেবল ট্রিগারে আঙুল রাখতে হয়। তদন্তকারীদের দাবি, এই কারণেই আতিক ও আশরাফের কাছে পৌঁছে যাওয়ার পর সহজ হয়ে গিয়েছিল বাকি কাজ। ফলে নিমেষে ম্যাগাজিন খালি করে দিয়েছিল অপরাধীরা। অপরপক্ষে একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এককালে প্রয়াগরাজের ‘বেতাজ বাদশা’র।

আতিক-আশরাফের হত্যার পর বোঝা যাচ্ছে, ‘জিগানা’ পিস্তল অত্যন্ত দামি এবং দেশে নিষিদ্ধ হলেও তা দুষ্কৃতীদের অধরা নয় মোটেই। উল্লেখ্য, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনেও ব্যবহার করা হয়েছিল এই পিস্তল। এদিকে জানা গিয়েছে, আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিন আজ রাতের মধ্যে পুলিশের কাছে আত্মসমপর্ণ করতে পারেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ