Advertisement
Advertisement
দুর্ঘটনা

সাতসকালে জোড়া দুর্ঘটনা উত্তরাখণ্ডে, মৃত ১৬ স্কুলপড়ুয়া-সহ একুশ

তেহরি এবং চামোলিতে দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে৷

Twin mishaps in Uttarakhand leaves 16 students dead
Published by: Sucheta Sengupta
  • Posted:August 6, 2019 4:42 pm
  • Updated:August 6, 2019 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলপড়ুয়াদের৷ তেহরির লম্বগাঁওয়ে স্কুলবাস খাদে উলটে মৃত কমপক্ষে ৯ ছাত্রছাত্রী৷ মঙ্গলবার সকালেই এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল৷ শুরু হয় উদ্ধারকাজ৷

[আরও পড়ুন: তিন মাসের রসদ মজুত, ‘যুদ্ধ’ আবহে কাশ্মীরিদের আশ্বস্ত সেনা আধিকারিকদের]

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ১৮ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে৷ বাসটি দুমড়ে-মুচড়ে যায়৷ উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে কাজ শুরু করায় একে একে উদ্ধার হয় অন্তত ৯ জনের মৃতদেহ৷ আহত অবস্থায় উদ্ধার হয়েছে বেশ কয়েকজন৷ তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ হাসপাতালের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড়৷ তবে প্রশাসন সূত্রে খবর, উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা করছে যাতে সকলকে খুব কম সময়ের মধ্যে উদ্ধার করা যায়৷
অন্যদিকে, একইদিনে আরও একটি দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের আরেক প্রান্তে৷ চামোলির কাছে বদ্রীনাথ সড়ক এমনিতেই ধসপ্রবণ এলাকা৷ সেখানেই একটি যাত্রীবাহী বাসের উপর আচমকা পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৯ জনের৷ পাথরের ফাঁকে বাসটি আটকে যায়৷ পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়৷ একইদিনে জোড়া দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২১৷

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় কাশ্মীর তরজা, পাকিস্তানের সুরেই সুর মেলালেন অধীর]

উত্তরাখণ্ডের এসব এলাকা বরাবরই দুর্ঘটনাপ্রবণ৷ আগেও বহুবার এখানে গাড়ি বা বাস উলটে প্রাণহানি হয়েছে৷ বিশেষত বর্ষার সময়ে পাহাড়ি রাস্তা পিছল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে৷ মঙ্গলবারের জোড়া দুর্ঘটনা তারই প্রমাণ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ