Advertisement
Advertisement

Breaking News

পিয়ার্স মরগ্যানের টুইটের যোগ্য জবাব দিল ভারতীয়রা

প্রত্যেকবারের মতই ভারতীয় টুইটার ব্যবহারকারীদের বিদ্রুপের শিকার হলেন এই ব্রিটিশ সাংবাদিক৷

Twitter users slam Piers Morgan for his tweet against Kabaddi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 4:34 pm
  • Updated:October 23, 2016 4:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরেন্দ্র সহবাগ এবং পিয়ার্স মরগ্যানের সোশ্যাল মিডিয়ার ঝগড়া ফের শোরগোল ফেলল টুইটারে৷ এর আগেও বীরুর টুইট নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন পিয়ার্স৷ অনেকেই তাঁর এই অযাচিত মন্তব্যগুলি দেখে ব্রিটিশ কেআরকে বলেও মজা করছেন তাঁকে নিয়ে৷ কিন্তু মরগ্যান তাতে মোটেই পাত্তা দিচ্ছেন না৷ তাই আবার সহবাগের টুইট ঘিরে বিতর্ক তৈরি করার ব্যর্থ প্রচেষ্টা করলেন৷ তবে প্রত্যেকবারের মতই ভারতীয় টুইটার ব্যবহারকারীদের বিদ্রুপের শিকার হলেন এই ব্রিটিশ সাংবাদিক৷

ভারতীয় কবাডি দল শনিবার ইরানকে হারিয়ে ২০১৬ কবাডি বিশ্বকাপ জয় করে৷ ভারতবাসীর কাছে শনিবার রাত ছিল গর্বের৷ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল ভারত৷ পরপর তিনবার কবাডি বিশ্বচ্যাম্পিয়ান তকমা ভারতের৷ তাই শনিবার রাতেই অভিনব শুভেচ্ছাবার্তায় সোশ্যাল মিডিয়া ভরে যায়৷ শুভেচ্ছা জানানোয় বাদ যাননি সহবাগও৷

Advertisement

বীরু তাঁর চেনা ভঙ্গিতেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতকে৷ এবং নাম না করে মরগ্যান ও তাঁর দেশকে নিয়ে ব্যঙ্গ করেছেন৷ ফলে তেলে বেগুনে জ্বলে উঠে মরগ্যান টুইট না করে থাকতে পারেননি৷

Advertisement

সহবাগের টুইটের বক্তব্য ছিল ভারত কবাডি আবিষ্কার করেছে, এবং অষ্টমবার সেই খেলায় সেরার শিরোপা অর্জন করেছে৷ অন্যদিকে একটি দেশ ক্রিকেট আবিষ্কার করে কেবল সোশ্যাল মিডিয়ায় ভুল সংশোধন করে চলেছে৷ টুইটে নাম উল্লেখ না থাকলেও বোঝাই যাচ্ছে ইংল্যান্ড এবং ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে ব্যঙ্গ করেই তাঁর টুইট৷ কারণ সম্প্রতি সহবাগের একটি ভুল বানান সংশোধন করতে ব্যস্ত ছিলেন এই সাংবাদিক৷

স্বাভাবিক ভাবেই বীরুর এই টুইট দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি মরগ্যান৷ টুইট করে বলে বসলেন কবাডিকে খেলার তকমা দিতে নারাজ তিনি৷ কিন্তু এতেই বিপত্তি৷ সহবাগ ছাড়াও অন্যান্য অনেকেই পিয়ার্সকে নিয়ে মজা করতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের যোগ্য জবাবে পাল্টা জবাব অবশ্য তেমন করে দিতে পারেননি মরগ্যান৷

ইংল্যান্ডের ক্রিকেট এবং অন্যান্য খেলার সম্প্রতি ফর্ম নিয়ে সরব হয় গোটা টুইটার৷ কেউ কেউ তো পাল্টা প্রশ্ন করেন ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ না জিতলে কি মরগ্যান ক্রিকেটকেও আর খেলা হিসেবে চিহ্নিত করবেন না? এসবের কোনও উত্তর অবশ্য পাওয়া যায়নি ব্রিটিশ সাংবাদিকের থেকে৷

এর আগেও ওলিম্পিক্স নিয়ে মন্তব্য করেছিলেন এই ব্রিটিশ সাংবাদিক৷ অযাচিত মন্তব্য করা নিয়ে তখনই টুইটারে শোরগোল পড়ে যায়৷ অনেকেই পিয়ার্স কে নিয়ে ব্যঙ্গ করেন কিন্তু তাতেও যে মরগ্যান সাহেব পাত্তা দিচ্ছেন না  তা বোঝাই যাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ