সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরো ইন্ডিয়া ২০১৯-এ বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল সূর্যকিরণ এরোবেটিকসের দুটি বিমান৷ মহড়া চলাকালীন মাঝ আকাশে সংঘর্ষে ভেঙে পড়ল দুটি বিমান৷ মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে দুর্ঘটনার মুখে পড়ে বিমান দুটি৷ ঘটনায় এখনও পর্যন্ত একজন সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
[বন্দুক হাতে নিলে খতম করা হবে, কড়া বার্তা সেনার ]
সূত্রের খবর, বিমান দুটিতে তিনজন পাইলট ছিলেন। তাঁরা কোনওক্রমে রক্ষা পেয়েছেন৷ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। বিমান দুটির সংঘর্ষের ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে, ডিগবাজি খেতে খেতে আকাশ থেকে মাটিতে পড়ছে বিমান দুটি৷ এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল বিস্ফোরণ ঘটে৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ৷ উইং কমান্ডার প্রফুল্ল বক্সি জানিয়েছেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক৷ কারণ, এই ধরনের মহড়ার জন্য কঠোর প্রশিক্ষণের প্রয়োজন হয়৷
[‘এক চড়েই শিউরে উঠেছিল মাসুদ আজহার’, দাবি প্রাক্তন গোয়েন্দার]
জানা গিয়েছে, মঙ্গলবার মহড়া দিতে গিয়েছিল ন’টি সূর্যকিরণ বিমান৷ যার মধ্যে দুটি দুর্ঘটনার কবলে পড়ে৷ বিমান দু’টিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ এই ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটির আশপাশেই রয়েছে ঘনবসতি। একজন সাধারণ মানুষ আহত হওয়া ছাড়া আর কোনও বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷ আগামী কাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকে এই এরো ইন্ডিয়া ২০১৯ শুরু হওয়ার কথা রয়েছে৷ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। সেই মহড়াতেই বায়ুসেনার শক্তি প্রদর্শনের কথা রয়েছে এরোবেটিক স্কোয়াড্রন সূর্যকিরণের৷ এই শো উপলক্ষেই মঙ্গলবার অনুশীলন করছিল ন’টি বিমান৷
#WATCH Two aircraft of Surya Kiran Aerobatics Team crashed today at Yelahanka airbase in Bengaluru, during rehearsal for #AeroIndia2019. One civilian hurt. Both pilots ejected, the debris has fallen near ISRO layout, Yelahanka new town area. #Karnataka pic.twitter.com/gJHWx6OtSm
— ANI (@ANI) February 19, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.