Advertisement
Advertisement
Uttar Pradesh

ফের দুর্ঘটনা, উত্তরপ্রদেশে লাইনচ্যুত দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা

গত ১৮ দিনে এই নিয়ে ১০টি রেল দুর্ঘটনা ঘটল দেশের নানা প্রান্তে।

Two coaches of Delhi-Saharanpur MEMU derailed in Uttar Pradesh
Published by: Amit Kumar Das
  • Posted:August 4, 2024 3:50 pm
  • Updated:August 4, 2024 4:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী নিরাপত্তা চুলোয়। দেশজুড়ে একের পর এক দুর্ঘটনায় রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। ফের একবার বড়সড় রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল উত্তরপ্রদেশে সাহারানপুরে। লাইনচ্যুত হল দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী টেনের ২টি কামরা। গত ১৮ দিনে এই নিয়ে ১০টি রেল দুর্ঘটনা ঘটল দেশের নানা প্রান্তে।

জানা গিয়েছে, রবিবার দুপুর ১.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে সাহারানপুর স্টেশনে। স্টেশনে পৌঁছনর পর রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি তখনই ঘটে এই দুর্ঘটনা। ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের ২টি কামরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। যদিও সেই সময় ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও বার বার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে।

Advertisement

[আরও পড়ুন: সেলফির নেশায় পা হড়কে গভীর খাদে যুবতী, মহারাষ্ট্রের সাতারার ভয়ংকর ভিডিও ভাইরাল]

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অম্বালা ডিভিসনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার। তিনি বলেন, সাহারানপুর স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে লাইন স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নির্যাতিতার DNA টেস্টের দাবি অখিলেশের, অযোধ্যা গণধর্ষণ কাণ্ডে আরও চাপে সপা]

পর পর ট্রেন দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে রেলের যাত্রী নিরপত্তা। গত সপ্তাহে মঙ্গলবার চক্রধরপুরে হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। বুধবার রাঙাপানিতে মালগাড়ির বেশকয়েকটি বগি লাইন থেকে সরে যায়। মাসখানেক আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে। এদিকে রিপোর্ট বলছে, গত ১৮ দিনে এই নিয়ে ১০টি রেল দুর্ঘটনা ঘটল দেশের নানা প্রান্তে। বার বার এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ