Advertisement
Advertisement

Breaking News

কেরলের ত্রাণে ৭০০ কোটি, বিজয়নের দাবি উড়িয়ে দিল আমিরশাহী

মান্যতা পেল কেন্দ্রের বক্তব্য৷

UAE denies Rs 700 cr flood ais to Kerala
Published by: Tanujit Das
  • Posted:August 24, 2018 5:08 pm
  • Updated:August 24, 2018 9:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা বিধ্বস্ত কেরলকে কোনও প্রকারের আর্থিক সাহায্য করার ঘোষণা করেনি সংযুক্ত আরব আমিরশাহী৷ শুক্রবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিল তাঁদের রাষ্ট্রদূত আহমেদ আলবানা৷ ফলে, ইতি পড়ল কয়েকদিন ধরে চলা একটি চরম বিতর্কে৷ শোনা যাচ্ছিল,আমিরশাহীর সাতশো কোটির ত্রাণ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এরপরেই সরকারের সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল৷ সংঘাত চরমে পৌঁছায় কেরল সরকার ও কেন্দ্রর মধ্যে৷ তবে শুক্রবার আমিরশাহী রাষ্ট্রদূতের বক্তব্যে স্পষ্ট হল সমগ্র চিত্র৷

[সীমান্ত সমস্যার পুনরাবৃত্তি রুখতে তৎপর ভারত-চিন, কূটনৈতিক সম্পর্কে জোর]

Advertisement

বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে৷ যখন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেন, কেরলের অবস্থা নিয়ে আবু ধাবির ‌যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ নাইয়ান সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে৷ এবং কেরলকে সাতশো কোটি টাকার ত্রাণ দিতে রাজি হয়েছেন আবু ধাবির যুবরাজ৷ যদিও কেরলের মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দেয় বিদেশমন্ত্রক৷ বিবৃতি দিয়ে জানায়, এমন কোনও অর্থ সাহা‌য্যের প্রস্তাব আসেনি৷ যদি এমন কোনও বিদেশী সাহায্যের প্রস্তাব এসে থাকে, তবে তা গ্রহণ করবে না কেন্দ্র। উদাহরণ হিসাবে টানা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জামানাকে৷ কারণ, তখন সুনামি, উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যাতেও বিদেশী সাহায্য নেয়নি কেন্দ্র৷ কেরলের ক্ষেত্রেও কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিদেশী সাহায্য নেওয়া হবে না৷ এনজিও বা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন সাহা‌য্য করতে পারে। কেরলের জন্য ছয়শো কোটি টাকার ত্রাণ ঘোষণা করা হয়েছে৷ প্রয়োজনে তা আরও বাড়ান হতে পারে৷ তবে এরপরেই বিতর্ক শুরু হয়৷ কেন্দ্রে বিরুদ্ধে সরব হন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

Advertisement

উল্লেখ্য, বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’ কেরলে৷ সরকারি হিসাবে সলিল সমাধি ঘটেছে প্রায় চারশো জনের, নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ ইতিমধ্যে কেরলে প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য৷ রাজ্যের ১৪টি জেলার প্রত্যন্ত স্থানে পৌঁছে গিয়েছেন স্থল সেনা, বায়ুসেনা ও নৌসেনার জওয়ানরা৷ বন্যা বিধ্বস্ত কেরলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ৷ নিজ নিজ স্বার্থকে পিছনে রেখে বিপন্ন মানুষদের জন্য ন্যূনতম সাহায্য নিয়েও ঝাঁপিয়ে পড়েছেন সকলে৷ ধনী-দরিদ্র, বড়লোক-গরিবলোক ভেদাভেদ ভুলে বিপর্যস্ত কেরলের জন্য সকলের মুখে এখন একই বাণী ‘পাশে আছি কেরল’৷

[বন্যা পরিস্থিতির জন্য দায়ী তামিলনাড়ু, সুপ্রিম কোর্টে দাবি কেরল সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ