Advertisement
Advertisement

Breaking News

UGC

জাতীয় শিক্ষানীতি কার্যকরের পথে কেন্দ্র, এবার অনার্স-সহ স্নাতকের ডিগ্রি পেতে লাগবে ৪ বছর

আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

UGC to intoduce new rules, students will get Honours degree after 4 years | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2022 12:33 pm
  • Updated:December 11, 2022 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (National Education Policy) কার্যকর করতে শুরু করল কেন্দ্রীয় সরকার। ইউজিসির (UGC) নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এবার অনার্স-সহ স্নাতকের পাঠ শেষ করতে চার বছর সময় লাগবে পড়ুয়াদের। চার বছর না পড়লে অনার্সের ডিগ্রি হাতে পাবেন না পড়ুয়ারা। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতিতে এই বিষয়টি আগেই বলা হয়েছিল। এবার সেই নীতি বাস্তবায়িত করার পথে হাঁটতে চলেছে ইউজিসি। ইতিমধ্যেই শিক্ষকদের একাংশ এই নীতির তীব্র সমালোচনা করেছেন।

জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী, প্রত্যেক বছরের পড়াশোনা শেষ করার পরে আলাদা শংসাপত্র দেওয়া হবে পড়ুয়াদের। কেন্দ্রের দাবি ছিল, আসলে পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও পড়ুয়া যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য, তাহলেও যেন নির্দিষ্ট শংসাপত্র থাকে তাঁর কাছে। নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে, এক বছর পড়াশোনা শেষ করলে তাঁকে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পরে ডিপ্লোমা পাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। তিন বছরের পড়াশোনার শেষে স্নাতকের ডিগ্রি পাবেন পড়ুয়ারা।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! চলন্ত গাড়ি থেকে দুধের শিশুকে ছুঁড়ে ফেলে মাকে যৌন হেনস্তা]

ইউজিসির বর্তমান নিয়ম অনুযায়ী, তিন বছর পড়াশোনার পরে নির্দিষ্ট নম্বর পেলেই অনার্স-সহ স্নাতক ডিগ্রি পাওয়া যায়। কিন্তু নয়া নিয়মে অনার্সের ডিগ্রি পেতে গেলে আরও এক বছর বেশি সময় দিতে হবে পড়ুয়াদের। সব মিলিয়ে চার বছর পড়াশোনা করে কৃতকার্য হলে তবেই অনার্সের ডিগ্রি পাবেন পড়ুয়ারা। নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসি কর্তারা জানিয়েছেন, “আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। গোটা দেশ জুড়ে অনার্স-সহ স্নাতকের একটাই নিয়ম থাকবে। সমস্ত বিশ্ব বিদ্যালয় সেটাই মেনে চলবে।” সোমবারই ইউজিসির এই নতুন নিয়ম প্রকাশ করা হবে।

Advertisement

প্রথম থেকেই এই নিয়মের তুমুল সমালোচনায় সরব হন শিক্ষামহলের একটা বড় অংশ। অযথা এক বছর নষ্ট হবে পড়ুয়াদের, এমনটাই আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। সেই সঙ্গে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য এনভায়রনমেন্ট স্টাডিজ, যোগার মতো বিষয় আবশ্যিক করে দেওয়ার ফলে পড়ুয়াদের উপর চাপ বাড়বে। তিন বছর পড়াশোনা করার পরে আরও এক বছর কাটিয়ে অনার্স ডিগ্রি পেতে চাইবেন সব পড়ুয়াই। তার ফলে খরচের বোঝাও বাড়বে পড়ুয়াদের। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ইউজিসির তরফে। 

[আরও পড়ুন: দুই জেহাদি সংগঠনের সংঘর্ষের জের, বোকো হারামের হাতে খুন ৩৩ ISIS জঙ্গির স্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ