Advertisement
Advertisement

‘প্লাস্টিক কার্ড অপ্রয়োজনীয়, আধারের সাদা-কালো প্রিন্ট আউটও বৈধ’

বিজ্ঞাপনের ফাঁদে পা না দিতে সতর্ক করল UIDAI

UIDAI warns against printing of plastic Aadhaar cards
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 3:23 pm
  • Updated:January 29, 2017 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের সদিচ্ছায় আধার কার্ড তৈরির প্রবণতা সাধারণ মানুষের মধ্যে যত বেড়েছে, পাল্লা দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে কিছু বিজ্ঞাপন৷ যেখানে, আধার কার্ডকে প্ল্যাস্টিক কার্ড বা স্মার্ট আধার কার্ডে পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে৷ তার জন্য নেওয়া হচ্ছে টাকাও৷ তবে এবার কেন্দ্রীয় সংস্থা ইউআইডিএআই থেকে জানিয়ে দেওয়া হল, স্মার্ট আধার কার্ড বলে কোনও কিছুর প্রয়োজন নেই৷ সাধারণ আধার কার্ড বা ই-আধারের ডাউনলোড করা প্রিন্ট আউটও বৈধ৷

প্লাস্টিক আধার কার্ড বা স্মার্ট কার্ডের ধারণা বেশ কিছুদিন হল ছড়িয়ে পড়েছে৷ বিভিন্ন সংস্থা থেকে বিজ্ঞাপন দিয়ে জানানো হচ্ছে, ২০০-৩০০ টাকায় সাধারণ আধার কার্ডকে স্মার্ট কার্ডে পরিণত করিয়ে দেওয়ার৷ কিন্তু এদিন ইউআইডিএআই-এর সিইও অজয়ভূষণ পান্ডে সাফ জানালেন, স্মার্ট আধার কার্ড বলে কিছু হয় না৷ সাধারণ আধার কার্ডই বৈধ৷ বা ইউআইডিএআই সাইট থেকে ডাউনলোড করা আধারের প্রিন্ট আউট হলেও চলবে৷ প্রিন্ট আউট সাদা-কালো হলেও ক্ষতি নেই৷ কিন্তু আধারের সুরক্ষার জন্য তা প্ল্যাস্টিক কার্ডে বদলে নিতে হবে, এমন কোনও কথা নেই৷ সাধারণ মানুষকে এরকম বিজ্ঞাপনের ফাঁদে পা না দিতে সতর্ক করা হয়েছে৷

Advertisement

হত্যা করা হবে রাজীব গান্ধীকে, আগেই আশঙ্কা করেছিল CIA

আধার নম্বর প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত গোপনীয় একটি বিষয়৷ ব্যাঙ্কে আর্থিক লেনদেন থেকে পাসপো্র্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তা প্রয়োজনীয়৷ তাই আধার নম্বর অন্যকে না জানানোরই পরামর্শ দেওয়া হয়৷ ল্যামিনেশন বা প্ল্যাস্টিক কার্ড করানোর ছুতোয় কেউ যেন আধার নম্বর জেনে নিতে না পারে, সে ব্যাপারেও মানুষকে সতর্ক করা হল৷

Advertisement

ব্রহ্ম-তেজে এবার জ্বলবে পাকিস্তান, যৌথ প্রস্তুতি শুরু ভারত-রাশিয়ার

ভুয়ো আধার কার্ড বানানো বা আধার সংক্রান্ত তথ্য হাতানোর বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই এসেছে৷ সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে৷ জানানো হয়েছে আধারের তথ্য যদি কোনও অস্বীকৃত সংস্থা সংগ্রহ করে তবে তা অপরাধের মধ্যেই গণ্য হবে৷ সেইসঙ্গে সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে৷ প্লাস্টিক কার্ডের কোনও প্রয়োজন নেই৷ সাধারণ কার্ড বা সাদা-কালো প্রিন্ট আউটই যথেষ্ট বলে জানানো হয়েছে৷

জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ