Advertisement
Advertisement
Ukraine Foreign Minister

যুদ্ধের আবহে দিল্লিতে ইউক্রেনের বিদেশমন্ত্রী, কোন মন্ত্রে ভারসাম্য বজায় রাখবে ভারত?

জয়শংকর ও ডোভালের সঙ্গে বৈঠক,করবেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

Ukraine foreign minister on 2 days visit in India, will meet S Jaishankar

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 28, 2024 4:35 pm
  • Updated:March 28, 2024 4:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের মধ্যেই ভারত সফরে এলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা। দুদিনের জন্য সফরে এসেছেন তিনি। জানা গিয়েছে, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) সঙ্গে বৈঠক করবেন কুলেবা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতের মিত্র দেশ হিসাবে পরিচিত রাশিয়া। যুদ্ধের আবহে রাশিয়ার মিত্র দেশে দাঁড়িয়ে ইউক্রেনের বিদেশমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

যুদ্ধ থামিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাক রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War), বারবার এই বার্তা দিয়েছে ভারত। বৃহস্পতিবারও একটি অনুষ্ঠানে জয়শংকর বলেন, “যুদ্ধের কোনও সমাধান হয় না। যুদ্ধে কেউ জয়ী হয় না। ভারত এমন একটা দেশ যার কাছে সুযোগ রয়েছে রাশিয়ার সঙ্গে কথা বলার। আমরা ইউক্রেন ইস্যু নিয়েও তাদের সঙ্গে আলোচনা করেছি।” বিদেশমন্ত্রী সাফ জানান, দিল্লি চায় সংঘর্ষ থামিয়ে সমাধানের পথ খুঁজতে।

Advertisement

[আরও পড়ুন: BJP সভাপতি হয়েও ছেলেকে টিকিট দিইনি, পরিবারবাদ নিয়ে বিরোধী সপাটে জবাব রাজনাথের

এহেন পরিস্থিতিতেই দুদিনের ভারত সফরে এলেন কুলেবা। শুক্রবার ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সুপার স্পাই, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও আলাদা করে কুলেবার বৈঠকে বসার কথা আছে। তাছাড়াও এই সফরে এসে মহাত্মা গান্ধীর সমাধিস্থল দর্শন করবেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

Advertisement
Ukraine foreign minister on 2 days visit in India, will meet S Jaishankar
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই একাধিকবার দুদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদি। ভার‍ত যেভাবে ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন জেলেনস্কি। আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত যুদ্ধ মেটানো যায়, সেই নিয়েই কথা হয় তাঁদের মধ্যে। লোকসভা নির্বাচনের পরে মোদিকে ইউক্রেনে আমন্ত্রণও জানিয়েছেন জেলেনস্কি। এহেন পরিস্থিতিতে ভারতে এসে কি রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াবেন ইউক্রেনে বিদেশমন্ত্রী? কীভাবে রাশিয়া-ইউক্রেন দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ভারত? 

[আরও পড়ুন: বন্ধু কেন উত্তর দেখায়নি, পরীক্ষার হল থেকে বেরতেই কোপাল সহপাঠীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ